‘ও সাথী রে’ ২০০৭ সালে ছবিতে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু হয়েছিল তার। নবম শ্রেণিতে পড়া সানিতার বয়স ১৫-এর কাছাকাছি। সেই সানিতাই এবার নায়িকা হয়ে আসছে। ছবির নাম ‘প্রেম বলে কিছু নেই’। পরিচালক শাহীন সুমন। ঢালিউডের সর্বকনিষ্ঠ নায়িকার খেতাবটি এখন তার দখলে।
বরগুনার মেয়ে সানিতা ঢাকার রামপুরার রাজধানী আইডিয়াল স্কুলের নবম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী। দুই বোনের মধ্যে ছোট। বাবা মিজানুর রহমান একজন ব্যবসায়ী। মা আলেয়া বেগম গৃহিণী।
শিশু শিল্পী হিসেবে সানিতা প্রায় ১৫টি ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি নাটক ও মডেলিংয়ে নিজের একটা শক্ত অবস্থান করে নিয়েছেন মিডিয়া জগতে। এবার নিজেকে ঢাকাই ছবির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন এই তরুণ তুর্কী।