মাত্র সাড়ে ৪ বছর বয়সে টেলিভিশনের পর্দায় দুটি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে হাজির হন মারিয়া চৌধুরী। একটি এটিএন বাংলার শিশুকিশোর বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘শাপলা শালুক’, অন্যটি বিটিভির ‘আনন্দ ভূবন’। তারপর হঠাৎ করেই টেলিভিশনের পর্দা থেকে হারিয়ে যায় সেদিনের ছোট্ট সেই মেয়েটি। তবে ছোট পর্দা থেকে হারিয়ে গেলেও ফিরে আসেন সরাসরি বড় পর্দায়।
কাজী হায়াতের ‘ইভটিজিং’ চলচ্চিত্রটির মাধ্যমে বড়পর্দায় নতুন করে তার অভিষেক হয়। সম্প্রতি আরো একটি চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করছেন মারিয়া। রাজু আহমেদ পরিচালিত এই চলচ্চিত্রটির নাম ‘অসম প্রেম’। যেখানে চিত্রনায়ক ইমনের বিপরীতে অভিনয় করছেন মারিয়া চৌধুরী। এছাড়া পরিচালক সোহানুর রহমান সোহান এর ‘অবলা নারী’ নামে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। ছোট পর্দায় দুইটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন মারিয়া। রেদওয়ান রনির নির্দেশনা ‘মেরিল আদরে গড়া ভবিষ্যৎ’ শিরোনামে একটি এবং একটি মেহেদির বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।
মারিয়ার বাবা মজিদুল হক চৌধুরী একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, মা শারমিন চৌধুরী একজন গৃহিনী। দুই ভাই-বোনের মাঝে ছোট মারিয়া চৌধুরী এখন পড়ছেন শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজে।