'ফেসবুক পারে না?' বা 'আমাদের তোতা পাখিটা কোথায় রে?' প্রাণের বিজ্ঞাপনচিত্রের এই দুই সংলাপ দিয়ে তিনি পেয়েছেন তারকা খ্যাতি। তিনি সাফা, পুরো নাম সাফা কবির পেয়েছেন খ্যাতি। আদনান আল রাজিবের টেলিফিল্ম '১৮' দিয়ে প্রথম ছোট পর্দায় যাত্রা শুরু সাফার। কোনদিন অভিনয়ের ধারে কাছেও ছিলেননা। এমনকি ক্যামেরার সামনেও দাঁড়াননি। তবুও মডেল অভিনেত্রী তিনি! বলছি আমেরিকান ইন্টারন্যাশরন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ছাত্রী সাফা কবিরের কথা। ঢাকা শহরের নাখালপাড়ায় মায়ের সঙ্গে থাকেন সাফা। তাঁর বাবা জার্মানি প্রবাসী।
সাফা কবিরকে বলা যায় এই সময়ের সম্ভাবনাময় মডেল কিংবা অভিনেত্রীদের একজন। সাফা কবির প্রথম বিজ্ঞাপনে মডেল হন আশফাক বিপুলের পরিচালনায় এয়ারটেলের বিজ্ঞাপনে। মিডিয়াতে সাফা কবিরের
আগমন বিজ্ঞাপন নির্মিতা আদনান আল রাজীবের হাত ধরে। তারই নির্দেশনায় সাফা প্রথম অভিনয় করেন ‘এট এইটিন অলটাইম দৌঁড়ের উপর ’ নাটকে। এরপর তিনি আতিক জামান পরিচালিত ‘একা মেয়ে’ নাটকে অভিনয় করেন। দুটি নাটকেই তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিলো। এরপর সাফা কবির আরো অনেকগুলো নাটকে অভিনয় করেছেন।
সাফা কবিরের যখন জন্ম হয় তখন তার বাবা হূমায়ুন কবির সবুজ ব্যবসার কাজে রাশিয়ায় ছিলেন। যে কারণে তার দাদা সাফা’র আসল নাম রেখেছিলেন আনাটনী কেলি । তবে মিডিয়াতে তিনি সাফা কবির নামেই পরিচিত। ২৯ আগস্ট জন্ম নেয়া সাফা কবির পড়ছেন ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ-তে সেকেন্ড সেমিস্টারে। বরিশালের মেয়ে সাফা কবির|
সাফা কবিরের একান্ত কিছু বিষয়:
১. প্রিয় পোশাক...
সাফা কবির: জিনস, টি-শার্ট। বিশেষ দিনগুলোতে কাতান শাড়ি, সালোয়ার-কামিজ পরা হয়।
২. কোন ধরনের খাবার পছন্দ?
সাফা কবির: মাছ-ভাত আমার পছন্দের খাবার। এ ছাড়া ভুনা খিচুড়ি, তেহারি, চীনা খাবার ও পিৎজা ভালো লাগে।
৩. প্রিয় সংগীতশিল্পী...
সাফা কবির: বাংলাদেশের তাহসান ও এলিটা করিম ও ভারতের অরিজিৎ সিংয়ের গান আমার ভালো লাগে। কোল্ড প্লের গানও নিয়মিত শুনি।
৪. প্রিয় সিনেমা...
সাফা কবির: এ ওয়াক টু রিমেম্বার ও জিন্দেগি না মেলেঙ্গে দো বারা।
৫. প্রিয় অভিনয়শিল্পী...
সাফা কবির: সুবর্ণা মুস্তাফা, তাহসান ও তিশা, রণবীর কাপুর, আলিয়া ভাট।
৬. কোন ধরনের গান পছন্দ?
সাফা কবির: হালকা মেলোডিয়াস গান ভালো লাগে। পুরোনো দিনের বাংলা, হিন্দি গানও পছন্দ করি।
৭. কখন বিরক্ত লাগে...
সাফা কবির: আমি কী চাইছি, যখন কাউকে বোঝাতে পারি না, খুব বিরক্ত লাগে। এ ছাড়া শুটিংয়ে সঠিক সময়ে পৌঁছানোর পরও যখন কাজ শুরু হয় না।
৮. কোথায় ঘুরতে পছন্দ?
সাফা কবির: বান্দরবানের নীলগিরি।