কাজী হায়াৎ একজন সুনামধন্য বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক। ১৯৭৯ সালে দি ফাদার চলচ্চিত্রের মধ্যদিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি তাঁর বেশিরভাগ ছবিতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন।
জন্ম ও পারিবারিক জীবন
কাজী হায়াৎতের জন্ম ১৯৪৭ সালের ১৫-ই ফেব্রুয়ারী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায়। কাজী হায়াৎতের একটি মাত্র পুত্র সন্তান নায়ক মারুফ।
চলচ্চিত্রে আগমন
তিনি ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এবং ১৯৭৬-১৯৭৭ মৌসুমে বিখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের সাথে সীমানা পেরিয়ে ছবিতেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ১৯৭৯ সালে দি ফাদার ছবিটি পরিচালনার মধ্যে দিয়ে পূর্ণ-পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
পরিচালিত চলচ্চিত্র
কাজী হায়াৎ এ যাবৎ প্রায় ৪৮ টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। যে কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো দি ফাদার (১৯৭৯), খোকন সোনা, রাজবাড়ী, বেরহম, দায়ী কে, যন্ত্রণা,দাঙ্গা, ত্রাস, দেশ প্রমিক, সিপাহী, চাঁদাবাজ, দেশদ্রোহী, তেজি, আম্মাজান, কাবুওয়ালা, লুটতরাজ ও ইতিহাস এর মধ্যে অন্যতম।
সম্মাননা
কাজী হায়াৎ তাঁর চলচ্চিত্র জীবনে আন্তর্জাতিক, জাতীয় ও অনন্যা চলচ্চিত্র পুরস্কার সহ সর্বমোট ৭৩টি চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে চারটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে, দাঙ্গা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে একটি পুরস্কার লাভ করেন। তিনি মোট আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ
কার্লোবিভেরী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চেকোস্লোভাকিয়া ১৯৮৮
-
চলচ্চিত্র দায়ী কে: The Last Kick
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রাশিয়া ১৯৮৯
পিয়ান ইয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উত্তর কোরিয়া ১৯৯১
তেহরান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইরান ১৯৯২
-
চলচ্চিত্র দাঙ্গা ও চাঁদাবাজ
আন্তর্জাতিক সম্মাননা
পিয়ান ইয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উত্তর কোরিয়া ১৯৯১। আফ্রো-এশিয়ো সরিডরি কমিটি এ্যাওয়ার্ড কর্তৃক প্রদেয় শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার।
-
বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র দাঙ্গা ১৯৯১।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
-
বিজয়ী শ্রেষ্ঠ সংলাপ রচইতা (দায়ী কে)
-
বিজয়ী শ্রেষ্ঠ সংলাপ ও চিত্রনাট্যকার (ত্রাস)
-
বিজয়ী শ্রেষ্ঠ চিত্রনাট্যকার (চাঁদাবাজ)
-
বিজয়ী শ্রেষ্ঠ কাহিনীকার (চাঁদাবাজ)
-
বিজয়ী শ্রেষ্ঠ পরিচলক (দেশ প্রমিক)
-
বিজয়ী শ্রেষ্ঠ চিত্রনাট্যকার (দেশ প্রমিক)
-
বিজয়ী শ্রেষ্ঠ পরিচলক (ইতিহাস)
-
বিজয়ী শ্রেষ্ঠ চিত্রনাট্যকার (ইতিহাস)
আপলোডের তারিখ: ১২ সেপ্টেম্বর, ২০০১৩