মডেল ও চলচ্চিত্র নায়িকা ববি। বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন ববি। পরবর্তীতে তিনি অনেক নাটকে অভিনয় করেন। প্রথম ছবি ‘খোঁজ দ্য সার্চ’ –এ অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে।
কর্মজীবন
অভিনয়ে এতটা পথ পাড়ি দিয়ে বর্তমানে একের পর এক ছবিতে উপস্থিতি। পরিবারের অগোচরেই মিডিয়াতে কাজ শুরু করেছেন তিনি। ‘সার্চ’ মুক্তির আগে বাবা-মা একদমই জানতেন না। অনুমতি না মিলার আশংকাং তাই কৌশল অবলম্বন করেছিলেন ববি। তবে ছবি মুক্তির পর পরিবারের সবার প্রংশসা কুড়িয়েছন।
তার অভিনীত চলচ্চিত্র
১. খোঁজ দ্য সার্চ
২. দেহরক্ষী
৩. রাজত্ব
৪. ইঞ্চি ইঞ্চি প্রেম
৫. ওয়ান ওয়ে
৬. ফুল অ্যান্ড ফাইনাল
৭. পিকনিক
৮. না বলা ভালোবাসা
আপডেটের তারিখঃ ২৫ আগস্ট, ২০১৩ ইং