বাংলা চলচ্চিত্র জগতের একজন উজ্জ্বল অভিনয় শিল্পী আনোয়ারা বেগম। তিনি মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে আগমন করেন। পরবর্তিতে চলচ্চিত্রে জগতে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন। বর্তমানে তিনি মা, দাদীমা, চাচি ইত্যাদি চরিত্রে অভিনয় করে থাকেন।
অভিনয় জগতে প্রবেশ
১৯৬৪ সালে মঞ্চে অভিনয় শুরু করেন আনোয়ারা। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আজান’, এ ছবিতে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেন। অভিনেত্রী হিসেবে আনোয়ারার টার্নিং পয়েন্ট ‘নবাব সিরাজউদ্দৌলা’। এ ছবিতে তিনি আলেয়া চরিত্রে অভিনয় করে সিনেমাপ্রেমীদের অন্তরে স্থান করে নিয়েছিলেন। ছবি নয়নমণির মাধ্যমে আনোয়ারা চাচিমা চরিত্রে সর্বপ্রথম কাজ করেন। এ পর্যন্ত তিনি অভিনয় করেছেন প্রায় সাড়ে ছয় শ চলচ্চিত্রে। এর মধ্যে সাড়ে চার শ চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন।
পুরস্কার ও সম্মানান
আজ পর্যন্ত আটবার জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন আনোয়ারা। ‘শুভদা’,‘রাধাকৃষ্ণ’ এবং ‘গোলাপী এখন ট্রেনে’ ছবি তিনটিতে মায়ের চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন এ পুরস্কার।
আপডেটের তারিখঃ ৩০ জুলাই, ২০১৩ ইং