ষাটের দশকে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন। ‘নবাব সিরাজউদ্দৌলা’ নামক চলচ্চিত্রে অভিনয় করে তিনি বাংলার মুকুটবিহীন সম্রাট হিসেবে স্বীকৃতি লাভ করেন।
জন্ম ও শিক্ষা
১৯৩১ সালে তিনি ময়মনসিংহে জন্ম গ্রহন করেন। ১৯৫০ সালে জামালপুর সরকারি স্কুল থেকে এসএসসি এবং পরে আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
পরিবার
চার ছেলে ও স্ত্রী নাছিমা খানম।
অভিনয় জীবন
১৯৫১ সালে আশকার ইবনে শাইখের 'পদক্ষেপ' দিয়ে অভিনয় জীবনের শুরু। ১৯৫৮ সালে ‘তোমার আমার’ চলচ্চিত্রটির মাধ্যমে তিনি চলচিত্র জগতে প্রবেশ করেন।

উল্লেখযোগ্য চলচ্চিত্র
-
নবাব সিরাজউদ্দৌল্লাহ: পরিচালক: খান আতা, সিনেমটোগ্রাফার: বেবী ইসলাম
-
জীবন থেকে নেয়া (১৯৭০)
-
ভাত দে
-
সূর্য সংগ্রাম (১৯৭৯)
-
গোলাপি এখন ট্রেনে (১৯৭৮)
-
নাগরদোলা (১৯৭৮)
-
নয়ন মনি (১৯৭৭)
-
রূপালি সৈকতে (১৯৭৭)
-
ধীরে বহে মেঘনা (১৯৭৩)
-
রংবাজ (১৯৭৩)
-
বন্ধন (১৯৬৪)
-
কাঁচের দেয়াল (১৯৬৩)
সম্মাননা
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০-এ আজীবন সম্মাননা পেয়েছেন।
-
পাকিস্তানের নিগার।
-
বচসাস পুরষ্কার।
-
এছাড়া অসংখ্যবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
মৃত্যু:
১৩ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।। তার বয়স হয়েছিলো ৮২ বছর।
আপডেটের তারিখঃ ৩০ জুলাই, ২০১৩ ইং