বর্তমান সময়ের জনপ্রিয়, ব্যবসা সফল নায়ক এবং সু-অভিনেতা শাকিব খান। চলচ্চিত্রের ক্রান্তিকালে একাই চলচ্চিত্রের হাল ধরেন শাকিব খান। ঢাকার চলচ্চিত্রে “সবাই তো সুখী হতে চায়” চলচ্চিত্রের মাধ্যমে তাঁর এই জগতে আগমন ঘটে। তিনি শাকিব খান নামে আবির্ভূত হন “অনন্ত ভালোবাসা” চলচ্চিত্রের মাধ্যমে।

জন্ম
১৯৮৩ সালের ২৮ মার্চ শাকিব খান ঢাকায় জন্ম গ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মাসুদ রানা।
পারিবারিক জীবন
-
তাঁর বাবা ছিলেন একজন সরকারী কর্মকর্তা এবং মাতা গৃহিণী।
-
তাঁর একমাত্র বোন মণি ।
-
এইচএসসি পাশের পর আর পড়াশোনা করা হয়ে উঠেনি শাকিব খানের।

অভিনয় জীবন
-
আবুল খায়ের বুলবুল পরিচালিত “সবাইতো সুখি হতে চায়” শাকিব খানের প্রথম ছবি।
-
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের ফাইট এবং নাচে সমান দক্ষতা রয়েছে তাঁর।
-
১৯৯৯ সালে শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি “অনন্ত ভালোবাসা”
-
বাংলাদেশ চলচ্চিত্রের অস্থিরতার সময় সুস্থ ধারার বাণিজ্যিক চলচ্চিত্র “কোটি টাকার কাবিন” এর মাধ্যমে স্বরুপে ফিরে আসেন শাকিব খান।
-
২০১১ সালে অভিনয়ের একযুগ পূর্ণ করেন শাকিব খান।
-
বাংলাদেশের চলচ্চিত্রে নায়ক হিসেবে রেকর্ডসংখ্যক পারিশ্রমিক নিয়ে থাকেন শাকিব খান।
-
সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।
উল্লেখযোগ্য চলচ্চিত্র 
-
অনন্ত ভালোবাসা
-
সবাইতো সুখি হতে চায়
-
স্বপ্নের বাসর
-
আমার স্বপ্ন তুমি
-
চাচ্চু
-
কোটি টাকার কাবিন
-
দাদীমা
-
বাধা
-
সুভা
-
পিতার আসন
-
আমার প্রানের স্বামী
-
প্রিয়া আমার প্রিয়া
-
আমার জান আমার প্রাণ

-
তুমি স্বপ্ন তুমি সাধনা
-
১ টাকার বউ
-
মনে প্রাণে আছ তুমি
-
আমার প্রাণের প্রিয়া
-
ভালোবাসার লাল গোলাপ
-
সবার উপরে তুমি
-
সাহেব নামের গোলাম
-
ভালোবাসলেই ঘর বাঁধা যায় না
-
মনের জ্বালা
-
মাটির ঠিকানা
-
দেবদাস
পুরস্কার
-
মেরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৬, বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৭, বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৮, মনোনয়ন:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৯ এবং বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০১০।
-
লাক্স চ্যানেল আই পারফর্মেন্স পুরস্কার মনোনয়ন:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৬ (সমালোচক), মনোনয়ন:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৬ এবং বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৮।
-
সি জে এফ বি পুরস্কার বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৮ এবং বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০০৯।
-
বিনোদন বিচিত্রা পুরস্কার বিজয়ী:শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার ' ২০১০।
-
তবে এখন পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা হয়নি শাকিব খানের।
আপডেটের তারিখঃ ২৯ আগস্ট, ২০১৩ ইং