খান আতাউর রহমান খান আতা নামেই বেশী পরিচিত বাংলাদেশের চলচ্চিত্র জগতে। খান আতা ছিলেন একসাথে চলচ্চিত্র অভিনেতা, সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, সঙ্গীত পরিচালক, গীতিকার, প্রযোজক, সংলাপ রচয়িতা এবং কাহিনীকার।
জন্ম ও মৃত্যু
খান আতউর রহমান ১১ ডিসেম্বর’ ১৯২৮ সালে মানিকগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী খান আতা ১ ডিসেম্বর’ ১৯৯৭ সালে পরলোকগমন করেন।
পারিবারিক জীবন
-
খান আতার বাবা জিয়ারত হোসেন খান এবং মা যোহরা খাতুন।
-
খান আতার ছেলে গায়ক আগুন
পড়াশুনা
-
১৯৪৩ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশান পরীক্ষা পাশ করেন।
-
১৯৪৫ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন খান আতা।
-
১৯৪৬ সালে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে।
কর্মময় জীবন
-
১৯৫০ সালের জানুয়ারি মাসে চলে যান করাচি। এখানে তিনি সংবাদপত্র পাঠক হিসেবে রেডিও পাকিস্তানে যোগ দেন ।
-
পাকিস্তানে থাকার সময় খান আতা সারঙ্গী বাদক জওহারি খানের কাছ থেকে তালিম নেয়া শুরু করেন।
-
১৯৫৫ সালে লন্ডনে থিয়েটার রয়্যাল, ইউনিটি থিয়েটার, আরভিং থিয়েটারে সকল স্থানীয় গ্রুপের সাথে কাজ করেন। একই সময় কিছুদিন বিবিসি’-তে কাজ করেন।
-
১৯৫৭ তে ঢাকায় এসে তিনি পাকিস্তান অব্জারভারে চাকরি নেন।
-
একই বছর খান আতা রেডিওতে গীতিকার, সঙ্গীত পরিচালক, আবৃত্তিকার এবং কন্ঠাভিনেতা হিসেবে যোগ দেন।
-
১৯৫৮ সালে পাকিস্তানি পরিচালক আখতার জং কারদার পরিচালিত ছবি জাগো হুয়া সাভেরাতে মূল ভূমিকাতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের সূত্রপাত হয়।
-
১৯৫৯ সালে খান আতা অভিনীত প্রথম বাংলা ছবি "এদেশ তোমার আমার" মুক্তি পায়। এই চলচ্চিত্রে তিনি পরিচালক হিসেবে কাজ করেন।
-
১৯৬০ সালে জহির রায়হানের সাথে গড়ে তোলেন লিটল সিনে সার্কেল।
-
১৯৬৯ সালে জহির রায়হানের পরিচালনায় জীবন থেকে নেয়া তে অভিনয় করেন। এই ছবিতে তিনি এ খাঁচা ভাংবো আমি কেমন করে শীর্ষক গানটি লিখেন এবং নিজেই কন্ঠ দেন।
-
১৯৭১ এর মুক্তিযুদ্ধে দেশাত্মবোধক গান লিখেছেন
-
৭০ এবং ৮০'র দশকে উপহার দেন সাবিনা ইয়াসমীনের কন্ঠে এ কি সোনার আলোয়, শহনাজ রহমতুল্লাহের কন্ঠে এক নদী রক্ত পেরিয়ে।
-
খান আতাউর রহমান প্রায় ৫০০ গান লিখেছেন গীতিকার।
-
নিজের পরিচালিত প্রথম ছবি “অনেক দিনের চেনা” ১৯৬৩ সালে মুক্তি পায়।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
-
অনেক দিনের চেনা
-
সিরাজউদ্দৌলা
-
সাত ভাই চম্পা
-
অরুণ বরুণ কিরণমালা
-
আবার তোরা মানুষ হ
-
সুজন পাখি
-
দিন যায় কথা থাকে
-
পরশ পাথর
-
এখনো অনেক রাত
তথ্যচিত্র
-
কবি জসীম উদ্দীনের জীবনী
-
গঙ্গা আমার গঙ্গা
-
গানের পাখি আব্বাস উদ্দিন