অনুপম মিউজিক কোম্পানী গানের এ্যালবাম, কবিতার এ্যালবাম, সিনেমার গানের এ্যালবাম, সম্পূর্ণ সিনেমা এবং নাটকের ক্যাসেট, সিডি এবং ডিভিডি’র পরিবেশনা বা প্রকাশের (রিলিজ) কাজ করে থাকে।
প্রধান কার্যালয়ের অবস্থান
জগন্নাথ বিশ্বিবিদ্যালয়ের দক্ষিণ গেট থেকে ১০০ গজ পশ্চিমে।
প্রধান কার্যালয়ের ঠিকানা
১০/১১ ওয়াইজঘাট রোড, মুন কমপ্লেক্স (২য় তলা), পাটুয়াটুলী, ঢাকা- ১১০০
মোবাইল নম্বর: ০১৭১১-৯৩৬১১৬
শো-রুম
৬৫, জাতীয় স্টেডিয়াম মাঠ (২য় তলা), ঢাকা।
এ্যালবাম প্রকাশনা
-
এই কোম্পানীতে বা এই কোম্পানীর মাধ্যমে ক্যাসেট/ সিডি/ ডিভিডি প্রকাশ করার জন্য শিল্পীদের ক্ষেত্রে শিল্পীর গান আগে কর্তৃপক্ষের কাছে শোনার পর নির্বাচন করা হয়।
-
গানের এ্যালবাম তৈরীর সময় গান লেখা, সুর ধারা মিউজিক রেকর্ডিং ভিডিও প্রকাশের নিয়ম হল শিল্পীদের এককালীন পে-মেন্ট বা রয়্যালিটি সিস্টেমের চুক্তি করা হয়।
-
নাটকের সিডি/ ডিভিডি-তে একক নাটক ও ধারাবাহিক নাটক প্রকাশের নিয়ম অভিনেতা/ অভিনেত্রী অভিনয়ের আগে কর্তৃপক্ষের কাছে আগে পছন্দ হতে হবে। তারপর শিল্পীর সাথে চুক্তি করতে হয়। এককালীন বা রয়্যালিটি সিস্টেমে পে-মেন্ট এর ব্যপারে।
-
সিনেমার সিডি/ ডিভিডি-তে সিনেমার গান সম্পূর্ন সিনেমা প্রকাশের নিয়ম বা কবিতা সিডি/ ভিত্তিতে প্রকাশের নিয়ম আগে কর্তৃপক্ষের কাছে পছন্দ হতে হবে।
নতুন শিল্পীর এ্যালবাম
-
নতুন শিল্পীদের গানের সিডি প্রকাশের নিয়ম হল যদি শিল্পী নির্বাচিত হয় সেক্ষেত্রে শিল্পীর করনীয় হল এককালীন চুক্তিবদ্ধ হতে হয় বা রয়্যালিটি সিস্টেমে বেছে নিতে হয়।
-
নতুন শিল্পীদের নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ হতে হয়।
-
নতুন শিল্পীর সাথে সিডি/ ডিভিডি কপির সংখ্যা অনুযায়ী চুক্তি করা হয়। যতসংখ্যা বের হবে সে অনুযায়ী শিল্পীকে পে-মেন্ট দেয়া হয়।
সেবা (সার্ভিস) এবং সহযোগীতা
-
শিল্পীর ইচ্ছামত মোবাইল/ টিভি/ এফএম রেডিওতে গান দিতে পারে।
-
গানের কথা লেখা/ সুর/ রেকর্ড ভিডিও এর খরচ সরাসরি কোম্পানীতে এককালীন পরিশোধ করতে হয়।
-
পোষ্টার এর জন্য শিল্পীর ফটোসেশনের ব্যবস্থা কোম্পানী করে দেয় তবে এর জন্য শিল্পীকে খরচ বহন করতে হয় শিল্পীর। পোষ্টারের উচ্তা ও পরিমাণ অনুযায়ী। যেমন- পোষ্টার- ১৪×২৩- ১০০০ পিসের খরচ- ৯,০০০ টাকা। ইপি- ১০০০ পিসের খরচ- ৩,৮০০ টাকা।
-
সিডি মার্কেটিং কমপ্লিট প্রোডাক্ট বা ১২ টি গানের মিউজিক ভিডিও দিলে মার্কেটিং করার ব্যবস্থা করা হয়ে থাকে।
-
প্রচারনার জন্য বিজ্ঞাপন বানানোর খরচ ৫ পিসের যত ধরা হয় ১০০ পিসের জন্য ততই ধরা হয়। আলোচনা সাপেক্ষে ঠিক করা হয়।
-
পোষ্টার ছাড়াও পত্রিকা/ টিভি বিজ্ঞাপন/ বিলবোর্ডে প্রচারনার দায়িত্ব কোম্পানী নিয়ে থাকে তবে এর জন্য শিল্পীকে খরচ দিতে হয়।
-
সব শো-রুম থেকে খুচরা সিডি/ ডিভিডি কেনার ব্যবস্থা রয়েছে।
-
আনুমানিক ২০০ টি ক্যাসেট/ সিডি/ ডিভিডি কিনলে পাইকারী দাম ধরা হয়।
-
সিডি/ ডিভিডি কভার, কাগজ প্রতিপিস ৩ টাকা, সিলভার কভার ৪ টাকা ৫০ পয়সা করে।
-
সিলভার ডিস্কের দাম ১৩ টাকা প্রতি পিস।