কর্মজীবনের যান্ত্রিকতা এবং শহরের কোলাহল থেকে কিছুদিনের জন্য প্রশান্তি চায় না এমন লোক খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। আমরা বাঙালিরা স্বভাবগত ভাবে একটু বেশিই ভ্রমনবিলাসী। অনেকই বছরের শুরু থেকে মনে মনে ছক কষতে থাকি কিছু দিনের জন্য পরিবার অথবা বন্ধুদের নিয়ে দেশে অথবা বিদেশে ঘুরতে যাওয়ার। কিন্তু কোথায় যাব কিভাবে যাব ইত্যাদি চিন্তা আপনার ঘুরতে যাওয়ার ইচ্ছা টা কে নষ্ট করে দেয়। এখন থেকে আপনার কাঙ্ক্ষিত ভ্রমন স্থলের খুটি নাটি সব কিছু আপনি জানতে পারবেন চলোঘুরেআসি ডটকম (www.chologhureashi.com) থেকে। এখানে আপনি খুব সহজে দেশ ও বিদেশের নান্দনিক স্থানসমূহের ছবিসহ বর্ণনা দেখতে পারবেন। শুধু তাই নয় আপনাদের সুবিধার জন্য সাইট টি তে প্রত্যেক স্থানসমূহের বর্ণনার সাথে উক্ত স্থানের সঠিক অবস্থান জানার জন্য গুগল ম্যাপ এর সংযোজন রযেছে। বর্তমানে এখানে দেশের এবং বিদেশের সব থেকে জনপ্রিয় দার্শনিক স্থানসমূহের বিবরণ দেওয়া আছে। ভবিষতে আরো স্থানের বর্ণনা সংযোজিত করা হবে আপনাদের জন্য।
সুতরাং প্রিয় ভ্রমনপিপাসু বাঙালিরা যারা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন বা যেতে চান তারা আর দেরী না করে চলো ঘুরে আসি ডটকম এ ভিজিট করুন এবং আপনার কাঙ্খিত স্থানের আদ্যপান্ত জেনে নিয়ে ঘুরে আসুন।
সাইট ভিউ:
