সিলেটের তামাবিল বাংলাদেশের সীমান্তবর্তী একটি এলাকা। এখান থেকে ভারতের পাহাড়, ঝার্ন্না ছাড়াও অনেক দর্শণীয় স্থান দেখা যায়।
অবস্থান
সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে তামাবিল অবস্থিত।
দেখতে পাবেন
তামাবিল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখান থেকে সরাসরি ভারতের পাহাড়, পর্বত, ঝার্ন্না, জলপ্রপাত দেখা যায়। সীমান্তের ওপারে অনেক গুলো জলপ্রপাত রয়েছে এই জলপ্রপাত গুলো বিকাল বেলা ও গোধূলীর সময় দেখতে চমৎকার লাগে। নয়নাভীরাম এসব দৃশ্য দেখতে প্রতিদিন শত শত দর্শণার্থী ভীড় জমায় তামাবিল সীমান্তে।
কিভাবে যাবেন
সিলেটে বাসে ও ট্রেনে ভ্রমণ করা যায়। তবে বাসের চেয়ে ট্রেনে ভ্রমণ করা বেশ আরামদায়ক। ট্রেনে যেতে চাইলে কমলাপুর রেল ষ্ট্রেশন গিয়ে কামরা ভাড়া করে গেলে আরামে যাওয়া যায়। বাসে গেলে গ্রীনল্যান্ড ও সোহাগ পরিবহনে সিলেটে ভ্রমণ করা যায়।
থাকা-খাওয়ার ব্যবস্থা
সিলেট শহরের মাজার রোডের একদম মাথায় মানে আম্বর খান মোড়ে থাকার জন্য একটা হোটেল রয়েছে। ২ বেডরুম (৪ বেড) এর জন্য ৭০০ টাকা ভাড়া। নিচেই খাবার দোকান। দোকানের গ্রিল চিকেন এর স্বাদ ভালো। এছাড়া খাওয়ার জন্য কাছেই জিন্দা বাজারে অনেক রেস্টুরেন্ট রয়েছে। এসব রেস্টুরেন্টএর খাওয়ার দাম এবং স্বাদ দুটোই ভালো।
আপডেটের তারিখঃ ৩ জুলাই, ২০১৩ ইং