দুটি কুড়ি একটি পাতার দেশ সিলেট। প্রকৃতি আপন মনে পুরো সিলেটকে সাজিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে মনুষ্য সৃষ্টি স্থাপনা। এখানে ঘুমিয়ে রয়েছেন অলি আউলিয়াগণ। ঢাকা থেকে সিলেটের দূরত্ব ৩০৩ কি.মি.। ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশপথে সিলেট যাওয়া যায়। এখানে এম এ জি ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে।
দর্শণীয় স্থান
-
হযরত শাহ জালাল (রহ:) এর দরগা
-
হযরত শাহ পরান (রহ:) এর দরগা
-
চা-বাগান
-
জাফলং
-
জৈন্তাপুর রাজাবাড়ী
-
খাসিয়া পল্লী
-
আলী আমজাদের ঘড়ি ঘর
-
মাধবকুন্ড জলপ্রপাত
-
শ্রীমঙ্গল
-
চৈতন্য দেবের মন্দির
-
শাহী ঈদগাঁ
-
গৌর গোবিন্দের দূর্গ
-
শ্রীপুর
-
লাউয়াছড়া বন
-
সুরমা ভেলী
-
তামাবিল স্থল বন্দর
ঢাকা থেকে যাওয়ার ব্যবস্থা
-
ঢাকা থেকে বাস, ট্রেন এবং বিমানে সরাসরি সিলেট যাওয়ার ব্যবস্থা রয়েছে।
-
এসি এবং ননএসি দুধরনের বাসই চলাচল করে।
-
ঢাকা থেকে গ্রীণ লাইন, সোহাগ পরিবহন, ইউনিক, হানিফ এন্টারপ্রাইজ এবং ঈগল পরিবহন নিয়মিত চলাচল করে সিলেটের উদ্দেশ্য।
-
ভোর ৫ টা থেকে রাত ১২ টা পর্যন্ত গাড়ীগুলো কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
-
ঢাকা থেকে সড়ক পথে সিলেট পৌছাতে সময় লাগে ৫ ঘন্টা ৪৫ মিনিট।
-
ঢাকা থেকে সিলেট রুটে নিয়মিত চলাচল করে জয়ন্তিকা এবং উপবন ট্রেন।
-
ঢাকা থেকে আকাশপথে বাংলাদেশ বিমান, জিএমজি এবং জেট এয়ারওয়েজের মাধ্যমে যাতায়াত করা যায়।
থাকার ব্যবস্থা
-
এখানে থাকার জন্য রয়েছে পর্যটন কর্পোরেশনের মোটেল রয়েছে।
-
এছাড়া সিলেট শহরে পলাশ, দর্গাগেইট, দর্গাভিউ, হলি সাইড, অনুরাগ, আজাদ, হিলটাউন, মুনলাইট, ফরচুন গার্ডেন এবং হেরিটেইজ হোটেল রয়েছে।