পূর্ববর্তী লেখা    পরবর্তী লেখা
পুরো লিস্ট দেখুন

বাহাদুর শাহ পার্ক

Bahadur Shah Park, Online Dhaka Guide১৮৮৫ ইং সালের ১৭ই ফেব্রুয়ারী খাজা নবাব স্যার সলিমুল্লাহর জৈষ্ঠ পুত্র নবাবজাদা খাজা হাফিজুল্লাহ স্মরণে বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে যে পার্কটি আছে সেখানে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছিল এবং তৎকালীন স্মৃতিস্তম্ভের পার্কটির নামকরণ করা হয়েছিল ভিক্টোরিয়া পার্ক। ১৯৫৬ ইং সনের তৎকালীন নবাব খান বাহাদুর এই ভিক্টোরিয়া পার্কের নাম পরিবর্তন করেন এবং ১৯৫৭ ইং সন থেকে পার্কটির নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক।

 

 

 

 

দর্শনীয় জিনিস

বাহাদুর শাহ পার্কে দর্শনীয় জিনিসগুলোর মধ্যে রয়েছে নবাবজাদা খাজা হাফিজুল্লাহ স্মরণে তৈরী স্মৃতিস্তম্ভটি। খাজা হাফিজুল্লাহ স্মরণে নির্মিত স্মৃতিফলক। ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ফোয়ারা। বাহাদুর শাহ পার্কের গাছপালা বেষ্টিত ছায়াঘেরা মনোরম পরিবেশ।

 

বর্তমান অবস্থা

নবাবজাদা খাজা হাফিজুল্লাহ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভটি ঠিক পূর্বের ন্যায় ঠায় দাঁড়িয়ে আছে কালের সাক্ষ্যি হয়ে। স্থানীয়ভাবে প্রাত:ভ্রমনকারী সংঘ গড়ে তোলা হয়েছে। এই সংঘেরBahadur Shah Park, Online Dhaka Guide সদস্যরা তিনভাগে বিভক্ত। যেমন-প্রাত:ভ্রমণকারী সংঘ।  বৈকাল ভ্রমণকারী সংঘ। সান্ধ্যকালীন ভ্রমণকারী সংঘ। এই সংঘের সদস্যরা এখানে তিন বেলায় বিভক্ত হয়ে হাটাহাটি করতে আসেন এবং কেউ কেউ যোগ ব্যায়ামও করেন। আর অবশিষ্ট যারা আছেন সবাই নানা পেশা ও চাকুরীজীবী, পথচারী, ছাত্র-ছাত্রী ও সাধারন জনগণ। বাহাদুর শাহ পার্কের ভেতরে প্রায় অনেক ছোট-বড় গাছ আছে এছাড়া একটি পাবলিক টয়লেট আছে এবং পার্কে বসার মত প্রচুর জায়গা রয়েছে। পার্কের ভেতরে চীনাবাদাম, মুরিভর্তা ও অন্যান্য কিছু ফেরিওয়ালাদের আনগোনা রয়েছে।

 

পরিদর্শনের সময়সূচী

প্রতিদিন ভোর ৫.০০ টা থেকে সকাল ৯.০০ টা পর্যন্ত। সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত বিরতি। বিকাল ৩.০০ টা থেকে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। কোন প্রকার সাপ্তাহিক বন্ধ নাই। বাহাদুর শাহ পার্কে প্রবেশ পথ ২টি। বর্তমানে ১টি গেট বন্ধ আছে। ১টি খোলা এবং প্রবেশের জন্য কোন টিকেটের ব্যবস্থা নেই। সর্ব সাধারণের জন্য উন্মুক্ত। বাহাদুর শাহ পার্ক বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আছে। স্থানীয়ভাবে প্রাত:ভ্রমণকারী সংঘ এর সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত।

 
আরো পড়ুন
 

নামসংক্ষিপ্ত বিবরণ
ওসমানী উদ্যাননগরে এক চিলতে সবুজের প্রদর্শনী
ওয়ান্ডারল্যান্ড, স্বামীবাগপুরনো ঢাকার শিশুদের চিত্ত বিনোদনের স্থল
ঢাকার পার্কগুলোঢাকার সব পার্কগুলোর ঠিকানা ও অন্যান্য তথ্য
বাহাদুর শাহ পার্কনবাবী আমলের ইতিহাস নিয়ে স্বমহিমায় টিকে আছে
নন্দন পার্কদেশের অন্যতম আন্তর্জাতিক মানের থিম পার্ক
ফ্যান্টাসী কিংডমপার্কটির সকল তথ্য আছে
বলধা গার্ডেনঐতিহাসিক নিদর্শ ও অসংখ্য দুর্লভ বৃক্ষের সমাবেশ স্থল
জাতীয় চিড়িয়াখানাজাতীয় চিড়িয়াখানায় ভ্রমণে সহায়ক দিক নির্দেশনা
ধানমন্ডি লেকধানমন্ডি লেক বিষয়ে বিস্তারিত বর্ননা আছে
ড্রিম হলিডেঢাকার অদূরে নরসিংদীতে অবস্থিত এই পার্কটির বিস্তারিত তথ্য রয়েছে
আরও ৯ টি লেখা দেখতে ক্লিক করুন
ফেসবুকের প্রথম ব্যাবহারকারী
ফ্রিল্যান্সিং শুরুর জন্য যা প্রয়োজন!
যে সকল তথ্য ফেসবুকে দেবেন না!
বিস্ময়কর সব সেতুর কথা
exam
নির্বাচিত প্রতিবেদন
টাইটানিকের চেয়ে ২০ গুন বড় জাহাজ
জন্ম নিয়েই হাঁটতে শুরু করলো শিশু! (ভিডিও)
খাওয়ার পর একটু হাঁটার সুফল
ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎসগুলো
বাংলা ফন্ট না দেখা গেলে মোবাইলে দেখতে চাইলে
how-to-lose-your-belly-fat
guide-to-lose-weight
hair-loss-and-treatment
how-to-flatten-stomach
fat-burning-foods-and-workouts
 
সেলিব্রেটি