ঠিকানা ও যোগাযোগ
হাউজ# ৫ (৪র্থ তলা), রোড# ১৭, ব্লক# ই, বনানী, ঢাকা- ১২১৩।
ফোন/ ফ্যাক্স- ৮৮৩৭৬৯৭।
ই-মেইল- [email protected]
ওয়েবসাইট- www.silverwavetours-bd.com
শাখা
খুলনা অফিস,
৮২, আউটার বাইপাস রোড ( ২য় তলা), হাসানবাগ, সোনাডাঙ্গা, খুলনা- ৯,০০০।
ফোন- ৪১৭৩১৯৮৪।
ট্যুর সমূহ
ঢাকা থেকে সুন্দরবন
ক) সাধারণত বছরের সেপ্টম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত ট্যুরের অফার দেওয়া হয়।
খ) সাধারণত দুইটি প্যাকেজ অফার করা হয়।
- ৩ রাত ৪ দিন।
- ৪ রাত ৪ দিন।
গ) লঞ্চ ছাড়া হয় খুলনা থেকে।
ঘ) ঢাকা থেকে বাস যোগে খুলনা লঞ্চ ঘাটে যেতে হলে বনানী অফিসের সামনে থেকে এসি বাসে উঠতে হয়। বাসে খাবার দেওয়া হয় না।
ঙ) লঞ্চের ধারনক্ষমতা ৩২ জন। লঞ্চে মোট ১৪টি কেবিন রয়েছে। ১২ টি ডাবল বেডের কেবিন বাকি ২ টি ৪ বেডের কেবিন।
চ) বার-বি-কিউ এর ব্যবস্থা করা হয়। তবে সেক্ষেত্রে আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না। সেটা প্যাকেজের সাথে অনুর্ভুক্ত থাকে।
ছ) প্যাকেজ অনুযায়ী জনপ্রতি ১১,০০০ টাকা চার্জ দিতে হয় ৩ রাত ৪ দিনের প্যাকেজের জন্য। এবং ৪ রাত ৪ দিনের প্যাকেজের জন্য চার্জ দিতে ১১,৫০০ টাকা।
২ বছরের বাচ্চাদের জন্য কোন প্রকার চার্জ প্রদান করতে হয় না। কিন্তু ২ বছর থেকে ১০ বছর বাচ্চাদের জন্য চার্জ প্রদান করতে হয়। এক্ষেত্রে জনপ্রতি জন্য নির্ধারিত চার্জের ৩০% কম দিতে হয়।
জ) প্রতিদিনের খাবারের মেনু-
সকালের নাস্তা
|
টোষ্ট, জেম, জেলি, বাটার, ওমলেট, ফল, চা/কফি, মিনারেল ওয়াটার অথবা চাপাতি, সবজি, ওমলেট, ফল, চা/কফি।
|
দুপুরের খাবার
|
সাদা ভাত/ খিচুড়ি, সবজি, ডাল, মাছ/মাংস, ভাজা/ভর্তা, ডেজার্ট, চা/কফি।
|
রাতের খাবার
|
সাদা ভাত/ পোলাও, সবজি, আলু চপ, ডাল, মাছ/ মাংস, ডেজার্ট, চা/কফি।
|
বার-বি-কিউ
|
চিকেন, ফিস, ফ্রাইড রাইস, চিকেন টোমিন, ফ্রাইড (অন্যান্য), আলু চপ, ডেজার্ট, পুডিং/দই, নানা রকম ফল।
|
ঝ) বিনোদনের জন্য সাউন্ড সিষ্টেম, ব্যান্ডদল, নৃত্যশিল্পী ইত্যাদির আয়োজন করা হয় না। কারণ এতে সুন্দরবনের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।
ঞ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি-
খুলনা ফরেষ্ট অফিস থেকে ৪ থেকে ৫ দিন আগে নির্ধারিত ফরম পূরনের মাধ্যমে অনুমতি নিতে হয়।
বিদেশীদের ক্ষেত্রে পাসপোর্ট এর ফটোকপি জমা দিতে হয়।
ট) স্পট সমূহ-
কটকা, কচিখালী, হিরনপয়েন্ট (সাধারণত বাস মেলার সময়)।
এছাড়া সমুদ্র সৈকত, ফরেস্ট স্টেশন, ছোট বোট ভ্রমন, জঙ্গলে হাঁটা ইত্যাদি।
ঠ) সতর্কাতা ও নির্দেশনা-
- নদীতে আবর্জনা ফেলা যাবে না।
- জঙ্গলে হৈচৈ করা যাবে না।
- পশু পাখিকে বিরক্ত করা যাবে না।
- স্নানগ্লাস, তোয়ালে, মশা নিরোধক ইত্যাদি সাথে নিতে হবে।
ড) সাধারণত সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বেশি চাপ থাকে। দলগত ভ্রমনে সর্বনিম্ন ২০ জন ও সর্বোচ্চ ৩২ জন গ্রহনযোগ্য।
ঢ) নিরাপত্তা ব্যবস্থার জন্য ফরেষ্ট ষ্টেশন থেকে ২ জন ফরেষ্ট গার্ড দেওয়া হয়।
প্যাকেজের বাইরে বিদেশীদের ২,৫০০ টাকা ভ্যাট প্রদান করতে হয়।
ঢাকা থেকে রাঙ্গামাটি
ক) সাধারণত সারা বছরই ঢাকা থেকে রাঙ্গামাটির ট্যুর অফার করা হয়।
খ) সাধারণত ২ রাত ৩ দিনের প্যাকেজ অফার করা হয়। তবে পর্যটকদের চাহিদা অনুযায়ী ও ট্যুরের ব্যপ্তি পরিবর্তিত হয়।
বনানী অফিসের সামনে থেকে ২৬ সিটের এসি গাড়ি রাঙ্গামাটির উদ্দেশ্যে ছেড়ে যায়।
গ) রাঙ্গামাটিতে বিভিন্ন স্পট দেখার জন্য প্রয়োজনীয় নৌযান এই ট্যুর অপারেটররাই সরবরাহ করে থাকে। এজন্য কোন আলাদা চার্জ দিতে হয় না।
ঘ) রাঙ্গামাটিতে পর্যটন মোটেলে পর্যটকদের রাখা হয়। এসি ও ননএসি উভয় ধরনের রুমই আছে।
চ) রাঙ্গামাটিতে বার-বি-বিউ এর ব্যবস্থা করা হয় না।
ছ) বিনোদনের জন্য সাউন্ড সিষ্টেম, ব্যান্ড দল ও নৃত্যশিল্পী ইত্যাদি আয়েজন করা হয় না।
ঞ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি-
- রাঙ্গামাটি জেলা প্রশাসকের অনুমতি নিতে হয় শুধুমাত্র বিদেশীদের জন্য বাংলাদেশীদের জন্য নিতে হয় না।
ট) দল ছেড়ে একা কোথাও যাওয়া যাবে না।
ঠ) সাধারণত শীতের সময় বেশি চাপ থাকে।
গাইড
প্রতিষ্ঠানের পক্ষ থেকে গাইড সংগ্রহ করা হয়। এর জন্য আলাদা কোন চার্জ দিতে হয় না।
খোলা-বন্ধের সময়সূচী
শুক্রবার এটি বন্ধ থাকে। আর বাকি দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে।