শিরোনাম দেখে অবাক হচ্ছেন?দাঁত ব্রাশ এখন শুধু সভ্য মানুষের জীবনের দৈনন্দিন কাজ নয়। এটা এখন প্রাণীদেরও জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। সময়টা তো আধুনিক তাই আধুনিকতার ছোঁয়া শুধু মানুষ কেন পাবে জীব জন্তুরা পেলেও ক্ষতি কি। ভাবছেন জলহস্তীর আবার দাঁত ব্রাশ করার কি আছে। বিশালাকার এই প্রাণীটির সামনে যাওয়া তো দূরের কথা, নাম শুনলেই বুকের ভিতরটা কেমন করে ওঠে। এত বড় মুখ যে, যেকোনও মুহূর্তে টপ করে লজেন্সের মতো গিলে খেতে পারে। কিন্তু সেই জলহস্তীর মুখের ভিতর হাত দিয়ে তার দাঁত পরিস্কার করার মতো দুঃসাহস দেখিয়েছেন এক চিকিৎসক।
এক বছরে এক হাজার মানুষকে মেরে ফেলার মতো রেকর্ড রয়েছে ভয়ঙ্কর দানবাকার এই প্রাণীটির। কিন্তু হিংস্র এই প্রাণীটির দাঁতের সমস্যা হলে সে তখন যাবে কোথায়। কে সারিয়ে দেবে তার দাঁতের যন্ত্রণা? কিন্তু এরকমই একটা দুঃসাহসিক কাজ করলেন এক চিকিৎসক। তিনি অত্যন্ত নির্বিকারভাবে এবং ভালোবেসে জলহস্তীর দাঁত পরিস্কার করে দিলেন! ভাবুন তাহলে কতটা বীর ওই চিকিৎসক! জলহস্তীর দাঁত পরিস্কারের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। দেখে নিন জলহস্তীর দাঁত মাজার মজাদার ভিডিওটি।