শুয়ে বসে থাকলে নাকি রোজগার করা সম্ভব না, প্রচুর পরিশ্রম করতে হয়। তবে এ ধারনাকে মিথ্যা প্রমাণ করতে জানাব নতুন খবর। খবর হচ্ছে টানা কয়েকদিন শুয়ে থাকতে পারলেই আপনি পাবেন লক্ষ লক্ষ টাকা। কয়েকদিন মানে মাত্র ৭০ দিন আর তাতেই আপনার অ্যাকাউন্টে জমা পড়বে ১৮ হাজার ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ১৫ লাখ। আর শুয়ে থাকার চাকরি দিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল এরোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সংক্ষেপে নাসা। তবে শুয়ে থাকার পাশাপাশি আপনাকে সেবন করতে হবে গাজা। গবেষণার অংশ হিসেবে ৭০ দিন বিছানায় শুয়ে বিভিন্ন স্বাদের গাজা পান করতে হবে। আর তবেই পাবেন ততখানি টাকা। তবে চাইলে গেম, স্কাইপে, বই পড়েও সময় কাটাতে পারেন। গবেষণার উদ্দেশ্য হচ্ছে প্রথমত মহাশূন্যে মহাকাশচারীদের শারীরিক পরিবর্তন ও প্রভাব জানা। দ্বিতীয়ত একই কাজ দিনের পর দিন করলে শরীর কিভাবে সাড়া দেয় তা জানা। আর তৃতীয়ত এমন অবস্থায় মানসিক বাধা কিভাবে মোকাবেলা করা সম্ভব।
জানা যায় সব মিলিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের ৯৭-১০৫ দিন থাকতে হতে পারে তবে প্রথম ১৩-২১ দিন সধারনভাবে চলাফেরা করে সময় কাটাতে পারেন কিন্তু শেষ ৭০ দিন শুধু শুয়ে থাকতে হবে।