ভ্রমণ পিপাসুদের জন্য এবার সাগরের নিচে মাছের সাথে ঘুমানোর অভূতপূর্ব অভিজ্ঞতা অর্জনের সুযোগ এনে দিচ্ছে আমেরিকার একটি কোম্পানি।
বিশ্বের প্রথম সমুদ্র তলের পাঁচ তারকা হোটেল নির্মাণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। ‘দ্য প্লানেট ওসন আন্ডারওয়ে’ নামের এই হোটেলটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৮ ফুট গভীরে নির্মাণ করা হবে। হোটেলটির সম্ভাব্য স্থান হিসেবে ডিজাইনাররা মিশর, মালয়েশিয়া, হাওয়াই ও বাহামাকে বিবেচনা করছেন।
সমুদ্রের নিচে স্বয়ংক্রিয় লিফটের সাহায্যে পরস্পর সংযুক্ত ১২টি বিলাসবহুল কক্ষ নিয়ে তৈরি হবে হোটেলটি। অতিথিরা স্বচ্ছ কাচের দেয়াল দিয়ে বিছানায় শুয়ে শুয়ে সমুদ্র তলের নৈসর্গিক কোরাল রিপ, বিরল প্রজাতির সামুদ্রিক জীবজন্তু, সামুদ্রিক মাছ দেখতে পারবেন। মনে হবে যেন সমুদ্রের নিচে মাছের সাথেই রাত্রিযাপন করছেন অতিথিরা।
হোটেলের মূল স্বপ্নদ্রষ্টা টনি ওয়েব জানান, সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে প্রত্যেক মহাদেশেই একইরকম হোটেল নির্মাণের চিন্তা করছেন তারা।
হোটেলটিকে একটি ডুবন্ত ভেসেলের সাথে তুলনা করা যায়। কেননা সমুদ্রের নিচে হঠাৎ হারিকেনের মত কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সঙ্গে সঙ্গেই স্থান বদল করতে পারবে হোটেলটি।
হোটেলটির নির্মাণ ব্যয় প্রাথমিকভাবে ২০ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি টাকায় যা প্রায় ১৫৬ কোটি টাকার সমান।