মেয়ের বিয়ের অনুষ্ঠানে খরচ করার আগ্রহ কার না থাকে। পিতা সব সময়ই চান একটু বেশি খরচ করতে। কিন্তু সাধ্যের মধ্যে না থাকলে তা সম্ভব হয়ে উঠে না। বিয়ের ধুমধামের এমন খরচ করেছেন ভারতের এক পিতা। তিনি ভারতের বিশিষ্ট ব্যবসায়ী।
ইস্পাত পুঁজিপতি লক্ষ্মী মিত্তালের ছোটভাই প্রমোদ মিত্তাল। তার মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় স্পেনের বার্সোলোনায়। মেয়ে সৃষ্টি মিত্তালের (২৬) সঙ্গে স্পেনের বার্সোলোনার বিশিষ্ট ব্যাংক বিনিয়োগকারী গুলরাজ বেলের (৩৬) বিয়ে সম্পন্ন হয়।
বিশাল আকৃতির একটি কেক কেটে নব দম্পতি তিনদিন ধরে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। রান্না ও পরিবেশনার জন্য ২ শ’ তারকা শেফকে ভারত ও থাইল্যান্ড থেকে আনা হয়। আনন্দ-উৎসবে আনা হয়েছিল কাইলি মিনোগ, জাবেদ আখতার, জুহি চাওলা, রানী মুখার্জি, সাইফ আলী খান ও শাহরুখ খানের মতো তারকাকে।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করতে মেয়ের পিতার ব্যয় হয়েছে ৫ শ’ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৬শ’ কোটি টাকা।
২০০৪ সালের জুনে তার বড়ভাই লক্ষ্মী মিত্তালের মেয়ে ভানিসার বিয়ে উপলক্ষে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।