তেলাপোকা নিয়ে আতঙ্ক অনেকেরই থাকে। তেলাপোকার নাম শুনলেই অনেকে দশহাত দূরে সরে যান। এ ধরণের ব্যক্তিদের যদি নিয়ে যাওয়া হয় এমন একটি জাদুঘরে যা সাজানো রয়েছে তোলাপোকায় তাহলে কি ঘটতে পারে ঘটনাটা?
পৃথিবীতেই রয়েছে এমন জাদুঘর। তেলাপোকার জাদুঘরটি প্রথমে টেক্সাসের প্ল্যানোতে নির্মাণ করা হলেও পরবর্তীতে অ্যারিজোনার ফোনিক্সে স্থানন্তর করা হয়। অভাবনীয় এই জাদুঘরের চিন্তা প্রথম মাথায় আসে প্রাক্তন- টার্মিনেটর মাইকেল বোহডানের।
মাইকেল প্রথমে নিজের দোকান থেকে শুরু করেন এই জাদুঘর তৈরির আভিযান। তিনি নতুন মাত্রা আনেন যখন বিভিন্ন বিখ্যাত সব ব্যক্তিত্বের অনুকরণে মৃত তেলাপোকাগুলোর সাজ-সজ্জা করাতে শুরু করেন। চেনা সব মানুষের প্রতিকৃতি মৃত তেলাপোকার ভেতরে দেখতে পেয়ে মজা পায় দর্শকেরাও। খুব দ্রুতই জমে ওঠে জাদুঘর।
এই তেলাপোকা কেন্দ্রিক জাদুঘরের এই ভাবনার শুরু ১৯৮০ সালে। ডালাসের সবচাইতে বড় তেলাপোকা খোঁজার প্রতিযোগিতায় নাম লেখান মাইকেল বোহডান। পরবর্তীতে পোকামাকড়ের ঔষধ বা কীটনাশক প্রতিষ্ঠানের প্রচার করতে গিয়ে তেলাপোকাদের একটা ফ্যাশন প্রতিযোগিতা চালু করেন তিনি।
তবে নিজের লাভের পাশাপাশি তেলাপোকা সংগ্রহের মাধ্যমে অনেক প্রজাতির বিলুপ্ত হতে যাওয়া তেলাপোকাকেও পুরোপুরি বিলুপ্ত হয়ে যাওয়া থেকে বাঁচাতে সাহায্য করছেন বোহডেন।