২.৫ সেকেন্ড ১০০ কিলোমিটার গতি তুলবে Ninja H2 (ভিডিও সহ)
দামি দু-চাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা কাওয়াসাকি ভারতের বাজারে আনল এক অন্যতম সর্বাধুনিক বাইক। তাদের নয়া এই বাইকটির নাম Ninja H2৷ সংস্থার দাবি, এই বাইকটি ১০০ কিলোমিটার গতি তুলতে সময় লাগবে মাত্র ২.৫ সেকেন্ড৷ কাওয়াসাকি তাদের Z250 মডেলটি ভারতের বাজারে আনার পর তারা তাদের Ninja H2 মডেলটি ভারতের বাজারে আনতে চলেছে৷ এই বাইকটিতে রয়েছে ৯৯৮ সিসি সুপার চার্জার ইঞ্জিন৷
পাশাপাশি, এই বাইকে রয়েছে ‘ফোর স্ট্রোক গিয়ার ফেসিলিটি’৷ দেশের কাওয়াসাকির পাঁচটি শো-রুমেই এই বাইক পাওয়া যাবে৷ দিল্লির শো-রুমে এই বাইকটি কিনতে দেশের বাইক প্রেমীদের খরচ করতে হবে ২৯ লক্ষ টাকা৷ কলকাতার শো-রুমেও এই অত্যাধুনিক বাইকটি পাওয়া যাবে বলে কাওয়াসাকির তরফে জানানো হয়েছে৷বেশ কয়েকটি আকর্ষনীয় রঙেও পাওয়া যাবে কাওয়াসাকির এই গতি বেগের চাবিকাঠি৷গতির দিকে নজর দিলে ও ‘পিক আপ’ ফ্যাকটরকে মাথায় রাখলে, এই প্রথম এরকম কোনও বাইক এল ভারতীয় স্পিড লাভার্সদের জন্য, দাবি সংস্থার।