নিকোলা কক্স। একজন ব্রিটিশ নারী। পেশায় ব্যবসায়ী। মা হওয়ার স্বপ্ন নিয়ে পথ চলতেন। কিন্তু তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় মরণব্যাধি ক্যানসার। কিন্তু মাতৃত্বের তীব্র আকাঙ্ক্ষার সামনে নিকোলা কোনো বাধা মানতে রাজি হলেন না। প্রজননক্ষমতা হারানোর আশঙ্কায় বিরত থাকেন কেমোথেরাপি নেওয়া ও অস্থিমজ্জা প্রতিস্থাপনের। জীবন বাজি রেখে জন্ম দেন সুস্থ, ফুটফুটে এক কন্যা সন্তানের।
মা হওয়ার স্বপ্ন পূরণ করলেও ক্যানসার বাঁচতে দেয়নি ৩৫ বছর বয়সী নিকোলাকে। সন্তানের জন্মের আট মাস পরই পৃথিবীর মায়া ছাড়তে হয় তাকে। খবরটি দিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’। প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালে নিকোলা জানতে পারেন, তিনি অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত। দ্রুতই রেডিওথেরাপি নেন তিনি। এরপর কেমোথেরাপি নেওয়া ও অস্থিমজ্জা প্রতিস্থাপনের কথা থাকলেও তখন তাতে সায় দেননি তিনি। তাঁর আশঙ্কা ছিল, এতে তাঁর প্রজননক্ষমতা নষ্ট হয়ে যাবে। নিকোলা সিদ্ধান্ত নেন, একটা সন্তান নেওয়ার পর কেমোথেরাপি ও অস্থিমজ্জা প্রতিস্থাপন করবেন তিনি।
২০১১ সালের শেষের দিকে নিকোলা বুঝতে পারেন, তার গর্ভে সন্তান এসেছে। ২০১২ সালের জুনে পৃথিবী আলো করে তার কোলে আসে মেয়ে হ্যারিয়েট। গর্ভকালীন সুস্থ থাকার জন্য প্রাকৃতিক কিছু চিকিৎসা নেন নিকোলা। সন্তান জন্মের পরও আবারও নিজের শরীরের দিকে নজর দেন তিনি। ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে।
চিকিৎসকেরা জানান, তার শরীরে বাসা বাঁধা ক্যানসার ভয়াবহ আকার ধারণ করেছে। এ পর্যায়ে এসে কেমোথেরাপি নেন নিকোলা। কিন্তু তাতে রক্ষা হয়নি। গত বছরের ফেব্রুয়ারিতে মারা যান তিনি। মেয়ে হ্যারিয়েটের বয়স তখন মাত্র আট মাস।