চীনে প্রায় ছয় যুগ পর মিলন হল এক দম্পতির। পরিবারের অমতে ৭০ বছর আগে বিয়ে করেন প্যান ঝিশান ও ঝাঙ্গ শুইয়ু। এরপরই চীন-জাপান যুদ্ধের সময় দু’জন দু’জনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। যুদ্ধ শেষ হলে প্যানের বাবা তাকে জোর করে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। এরপর আর কখনোই দেখা হয়নি তাদের।
সম্প্রতি ৯৪ বছর বয়সে প্যান তার প্রিয়তমা স্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পায়। দেখা হওয়ার পর স্বামীর প্রতি ঝাঙ্গের প্রথম প্রশ্নই ছিল, ’এতো দেরী হলো কেন?’ তবে দেরী করে ফিরলেও প্যান কিন্তু স্ত্রীর কাছে পেয়েছেন এক বিশাল সারপ্রাইজ। আর তা হলো সন্তানসহ নাতি-নাতনি। যুদ্ধে যাওয়ার সময় তিনি জানতে পারেননি ঝাঙ্গের গর্ভে রয়েছে তার সন্তান।
নিজের পছন্দের মানুষটিকে ধরে রাখতে না পারার জন্য চীনের প্রচলিত প্রথাকেই দায়ী করেন প্যান। তিনি জানান, আমরা দু’জনই ছিলাম চীনের প্রথা মেনে চলা পরিবার থেকে। আমাদের পরিবার পছন্দের বিয়েকে পাপ বলে মনে করা হতো। তবে বিচ্ছিন্ন হলেও সবময় স্ত্রীর একটি ছবি তার কাছে থাকত বলে জানান প্যান। তিনি আরও জানান, স্ত্রীকে খুঁজে পাওয়ার মধ্য দিয়ে জীবনের সব চাওয়াই তার পূর্ণ হয়ে গেছে।