আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ চলচ্চিত্রটিতে মধ্যবিত্ত পরিবারের এক যুবকের বড় একটি সন্ত্রাসীচক্রের সঙ্গে জড়িয়ে পড়া ও এর ফলে তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা অপূর্ব।
কাহিনী সংক্ষেপ:
মা বাবা হারানো নিঃস্ব মেয়ে পিয়া। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত যখন নিতে যান তখনই পরিচয় হয় অপূর্বর সঙ্গে। অপূর্ব আন্ডারগ্রাউন্ড দলের সদস্য হয়ে দলের সবাইকে খুন করে নিজেই হয়ে ওঠেন গ্যাংস্টার। কিন্তু তার জীবনেও আছে ট্র্যাজেডি। দরিদ্র পরিবারের সব হারানো ছেলে অপূর্ব। খুনের নেশায় মত্ত তিনি। তাকে সুস্থ করতে এগিয়ে আসেন পিয়া। জমে ওঠে সম্পর্কের নতুন রসায়ন।
অভিনয় ও অন্যান্য কলাকুশলী:
ছবিটিতে অভিনয় করেছেন অপূর্ব, পিয়া, শম্পা, রবি, শাহেদ, ইমরান, কোয়েল প্রমুখ। ছবিটির টাইটেল গানের সংগীত পরিচালনা করছেন শিরোনামহীন ব্যান্ডের জিয়াদ খান। ছবিটিতে আরও গান করেছেন আরফিন রুমি, কাজী আনান। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন সাইফুল আজিম ও রাশেদ হক।
ভিডিও ট্রেলার: