আপডেট: ১১ এপ্রিল, ২০১৪; শুক্রবার
-
মহিলারা দিনে গড়ে ৭ হাজার শব্দ বলে, যেখানে পুরুষরা বলে মাত্র ২ হাজার শব্দ।
-
আন্তর্জাতিক নদী বলা হয়- দানিয়ুব নদীকে (ইউরোপের ১০টি দেশকে অতিক্রম করেছে এটি)।
-
বিশ্বের বৃহত্তম দ্বীপ 'গ্রিনল্যান্ড' এর মালিক- ডেনমার্ক। বিশ্বের ২য় বৃহত্তম ও ৩য় বৃহত্তম দ্বীপ যথাক্রমে- নিউ গিনি (অস্ট্রেলিয়া) এবং বোর্ণিও (ইন্দোনেশিয়া, ব্রুনেই, মালয়েশিয়া)।
-
আফ্রিকার জঙ্গলে কৃষ্ণমৃগ নামের এক ধরনের হরিণ জীবনে কখনো পানি পান করে না।
-
অ্যাঙ্গোলা দক্ষিণ-পশ্চিম আফ্রিকায় আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র। ১৯৭৫ সাল পর্যন্ত এটি পর্তুগালের অধীনে ছিল এবং পর্তুগিজ পশ্চিম আফ্রিকা নামেও এটি পরিচিত ছিল।