আপডেট: ১২ মার্চ, ২০১৪; বুধবার
-
পৃথিবীতে প্রায় ৫০০ মিলিয়ন গৃহপালিত বিড়াল রয়েছে, যারা মানুষের সাথে বাস করে থাকে।। রাস্তায়, বনে, জঙ্গলে মিলিয়ে রয়েছে এর দিগুণ!!
-
বিড়াল এবং মানুষের সম্পর্ক কিন্তু অনেক পুরানো।। প্রায় ১০,০০০ বছর আগে থেকে মানুষ বিড়াল পালন আসছে!!
-
একটি গৃহপালিত বিড়াল গড়ে ১৩-১৪ ঘণ্টা ঘুমায়!!
-
একটি গৃহপালিত বিড়ালের ওজন ৪-৫ কেজি হতে পারে।। তবে সর্বোচ্চ ওজনধারী বিড়ালের ওজন শুনলে অবাক হয়ে যাবেন নির্ঘাত!! ২১.২৯৭ কেজি!!
-
বড় বিড়ালরা বাচ্চা বেড়ালদের ধমকের সাথে শাসন করে থাকে!!
-
বিড়াল খুবই পরিচ্ছন্ন প্রাণী।। দিনের একটা বড় সময় এরা নিজেদের তালু চেটে কাটিয়ে দেয়, যাতে করে তা সবসময় পরিষ্কার থাকে!!