আপডেট: ১৯ ফেব্রুয়ারী, ২০১৪; বুধবার
-
তেলাপোকা সেকেন্ডে ২৫ বার গতিপথ বদলাতে পারে ।আর এ জন্যই ওরা দুনিয়ার সেরা ক্ষিপ্র প্রানী।
-
কোন যমজ ভাই যদি অন্য যমজ বোনকে বিয়ে করে তাহলে তাদের সন্তানও যমজ হওয়ার সম্ভাবনা বেশি।
-
অনিচ্ছাকৃ্ত ভাবে যখন আপনার হাত থেকে একটি গ্লাস ফসকে পড়ে গিয়ে ভেঙ্গে গ্লাস ভাঙ্গার সময় কাচের টুকরোগুলোর গতি হয়ে যায় তিন হাজার মাইল!
-
দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।
-
শিকারের আকার যতো বড় হয়, অজগরের পেট সেই খাবার হজম করতে ততো বেশি টাইম নেয়!! মাঝে মাঝে এমনকি একটি শিকার হজম করতে অজগরের কয়েকমাস সময় লেগে যায়!!