আপডেট: ১৪ জানুয়ারি, ২০১৪; মঙ্গলবার
-
তাস খেলার যে চারটি রাজা আছে তারা একেকজন ইতিহাসের বিখ্যাত সব রাজাদের স্মরণে তৈরি। স্পেড কিং ডেভিড, ক্লাবস আলেক্সজান্ডার দ্য গ্রেট, হার্ট চার্লিম্যাঞ্জ এবং ডায়মণ্ড জুলিয়াস সিজার।
-
ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম কলেজ ভেঙে দেওয়ার সময় কলেজের বিরাট গ্রন্থসংগ্রহটি নবগঠিত ক্যালকাটা পাবলিক লাইব্রেরিকে দিয়ে দেওয়া হয়। যা পরে ভারতের জাতীয় গ্রন্থাগারে পরিণত হয়।
-
কঠিন চীবর দান আসলে কঠিন পরিশ্রম করে বানানো ত্রি-চীবর নামক পোষাক বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে বিতরণের একটি বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান।
-
মোনালিসার কোন চোখের পাতায় পাপড়ি এবং ভুরু নেই।
-
চোখ মানুষের একমাত্র অংঙ্গ যা জন্মের সময় থেকে মৃত্যুর আগ পর্যন্ত একই রকম থাকে । বড় হয় না।