আপডেট ১৭ ডিসেম্বর, ২০১৩ ইং; মঙ্গলবার

-
ভিক্টোরিয়া ওয়াটার লিলি (Victoria water lily) আমাজান নদীর তীরে জন্মায় যা ৪০ কেজির মতো ভর বহন করতে পারে।

-
পাখিদের মাঝে উটপাখি সবচেয়ে বড়। এটি উড়তেও পারেনা। কিন্তু মজার ব্যাপার হল উটপাখির চোখ এর মস্তিষ্ক থেকে বড় হয়ে থাকে।

-
ইঁদুরের দাঁত প্রতিনিয়ত বড় হতে থাকে। এইজন্য ইঁদুর তাঁর সামনে যা পায় তাই কাটাকুটি করে, নিজের দাঁতের আকার এবং গঠন ঠিক রাখার জন্য।

-
‘গোবেকলি তেপে’- তুরস্কের উরফা শহর থেকে ১০ কি.মি. দূরে অবস্থিত। এটিই মানব সভ্যতার তৈরী বিশ্বের সর্বপ্রথম মন্দির।

-
আপনার দু চোখ প্রতিদিন যেই পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ পরিশ্রম যদি আপনি আপনার পা দুটোকে করাতে চান তাহলে আপনার প্রতিদিন ৮০ কিলোমিটার হাঁটতে হবে।