আপডেট: ২৪ নভেম্বর, ২০১৩; রবিবার

-
অবিশ্বাস্য হলেও সত্যি, দশ মিনিটের একটি ঘূর্নিঝড়ে যে পরিমান শক্তি থাকে তা গোটা পৃথিবীর সমস্ত পারমাণবিক অস্ত্রের মোট শক্তির সমান।

-
আপনি কি জানেন, হলুদ পোশাক পড়লে আপনাকে ছবিতে বড় দেখাবে। অন্য দিকে সবুজ কাপড় পড়লে ছোট দেখাবে!

-
JEEP গাড়ি প্রথম তৈরি করা হয় ২য় বিশ্ব যুদ্ধের সময়। তখন এর নাম ছিলো "Gerenal Purpose Vehicle" -> GP. কালক্রমে GP শব্দটি পরিবর্তিত হয় JEEP এ।

-
পৃথিবীতে যত ধরনের গাছপালা আছে তার মধ্যে ১/৩ (এক তৃতীয়াংশ) পাওয়া যায় আমাজন বনে।

-
পায়রা দিয়ে বার্তা পাঠানো সেই আদ্যিকাল থেকেই চলছে। তবে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। রেডিও কিংবা টেলিগ্রাফের বার্তা শত্রুরা পেয়ে যেতে পারে, তাই ৫৬ হাজার পায়রাকে প্রশিক্ষণ দিয়েছিল মার্কিন বাহিনী। যেগুলো ঘণ্টায় ৭০ মাইল বেগে দিনে সর্বোচ্চ ৭০০ মাইল পর্যন্ত পাড়ি দিতে পারত।