আপডেট: ২২ নভেম্বর, ২০১৩; শুক্রবার

-
পৃথিবীতে বিরল গ্রুপের রক্ত হলো বোম্বে রক্ত। যা এইচএইচ রক্ত নামে পরিচিত। এটি ১৯৫০ সালে ভারতের বোম্বে (বর্তমানে মুম্বাই) শহরে আবিষ্কৃত হয়। ধারণা করা হয় যে, সমগ্র ভারতে মাত্র ৫৭ জন মানুষের দেহে এই গ্রুপের রক্ত রয়েছে।

-
১৮০০ সালের দিকে ব্রিটেনে এক অদ্ভুত আইন ছিল। আত্মহত্যার চেষ্টা করে কেউ ব্যর্থ হলে তার সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড।

-
অনেক শব্দের মধ্যে বা ফোনে কথা স্পষ্ট শুনতে পারছেন না? কথা শোনার জন্য ডান কান ব্যবহার করুন। দ্রুত কথা শোনার জন্য ডান কান খুব ভাল কাজ করে এবং গান শোনার জন্য বাম কান ব্যবহার করা উত্তম।

-
অনেক প্রাণীই শব্দ উৎপন্ন করতে পারে। আমরা মানুষও অনেক চিৎকার করতে পারি। কিন্তু সবচেয়ে জোরে এবং তীব্র শব্দ কোন প্রাণী করতে পারে তা কি জানেন? সেই প্রাণীটি হচ্ছে নীলতিমি। প্রাণীদের মাঝে নীলতিমির হুইসিলের শব্দ সবচেয়ে তীব্র, প্রায় ১৮৮ ডেসিবল।

-
সৌদি আরবের আয়তন ২,১৪৯,৬৯০ কিলোমিটার হলেও আশ্চর্যের ব্যাপার দেশটিতে কোনো নদী নেই।