আপডেট: ০৯ নভেম্বর, ২০১৩; শনিবার

-
আমরা সাধারণত মেসেজ বা চ্যাটিং এর সময় ইংরেজি you কে ছোট করে U লিখি। এটি সর্বজন স্বীকৃতি হয়েছে যখন প্রথম সেক্সপিয়ার তার বইতে you এর পরিবর্তে U ব্যাবহার শুরু করে।

-
ডায়েট কোকাকোলা পানির ভিতরে ঢাললে পানির উপরে ভেসে থাকবে। কিন্ত সাধারণ যে কোকাকোলা আছে তা পানিতে ঢাললে তা সাথে মিশে যাবে।

-
১৮৯৮ সালে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ১৪ বছর আগে মর্গান রবার্টসন একটি বই লিখেছিলো টাইটানিক জাহাজ সম্পর্কে। বইটির নাম ছিলো "টাইটান"। ওই বইতে তিনি লিখেছিলো "টাইটানিক জাহাজ একটি বরফের টুকরার সাথে ধাক্কা লেগে ডুবে যাবে।" আর্চয্যের ব্যাপার এই যে বাস্তবেও তাই ঘটে ছিল।

-
পৃথিবীর সর্বনিম্ন বিন্দু হচ্ছে বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চ, যা সমুদ্র সমতল থেকে ২৫৫৫ মিটার গভীর। সামুদ্রিক এলাকায় সর্বনিম্ন বিন্দু প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ, যা ১০,৯২৪ মিটার বা ৩৫,৮৪০ ফুট গভীর।

-
মানব দেহের হৃৎপিন্ডের দৈর্ঘ্য ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ইঞ্চি৷ মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে ৭২ বার। সেই হিসাবে প্রতিদিন ১০৪,০০০ এবং এক বছরে ৩৮,০০০,০০০ বার। এর ফলে প্রতি হৃদস্পন্দনে ৮২ মিলিলিটার রক্ত অর্থাৎ প্রতিদিন ৮১৯৩ লিটার রক্ত দেহে ছড়িয়ে পড়ছে৷ হৃৎপিন্ডের এই কার্যক্রমকে যদি কাজের এককে পরিণত করা হয় তাহলে এর পরিমাণ দাঁড়ায় ১ টন। যা কোন জিনিসকে ৪১ ফুট বা ১২.৫ মিটার ওপরে ওঠানোর সমান।