সর্বশেষ আপডেট: ০৭ নভেম্বর, ২০১৩; বৃহস্পতিবার

-
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি দ্রুত কথা বলার বিশ্ব রেকর্ড করেছেন। ১৯৬১ সালের এক বক্তৃতায় তিনি প্রতি মিনিটে ৩২৭টি শব্দ উচ্চারণ করেছিলেন।

-
আলেকজান্দার দ্যুম নীলকাগজে উপন্যাস লিখতেন, গোলাপি কাগজে কবিতা লিখতেন, আর পত্রপত্রিকায় ছাপানোর জন্য লেখা পাঠাতেন হলুদ কাগজে।

-
কপি লুবাক (Kopi Luwak) হল পৃথিবীর সবচাইতে দামী কফি যার এক পাউন্ড বিক্রী হয় ১০০ থেকে ৬০০ ইউ এস ডলারে। এই কফি বানানো হয় বিড়াল জাতীয় একটি প্রানী লুবাকের কফি বিন খাওয়া এবং সেটা মল হিসাবে ত্যাগ করার পরে। কফি বিনগুলা লুবাকের পেটে যাওয়ার পর পরিপাকতন্ত্রে কফির খোসা ডাইজেস্টেড হয়ে কফি থেকে আলাদা হয়ে পরে। এরপর লুবাক যখন সেটা মল হিসাবে বের করে দেয় তখন সেটা সংগ্রহ করে পৃথিবীর সবচাইতে দামী কফি প্রস্তুত করা হয়। এই কফি শুধুমাত্র ইন্দোনেশিয়ার জাভা, সুমাত্রা, এবং বর্নিও এলাকায় পাওয়া যায়।

-
MGM মুভির লোগোটি নিশ্চয়ই সবাই খেয়াল করেছেন। সেই গর্জন করা সিংহটিকে লোগো হিসেবে ব্যবহার করার ঠিক একদিন পর সে তার ট্রেইনার ও দুই সহকারীকে হত্যা করে।

-
টাইটানিক জাহাজের দাম ছিলো মাত্র ৭ মিলিয়ন ডলার আর এটি নিয়ে নির্মিত টাইটানিক মুভির দাম ২০০ মিলিয়ন ডলার।