দুপুর বেলা জাদুঘর ঘুরতে ঘুরতে
ক্লান্ত হয়ে একটি চেয়ারে
বসে পড়লেন আবুল
.
.
..হায় হায় করে দৌড়ে এল জাদুঘরের
কর্মীরা.
.
.
বলেলেন...
.
.
আরে করছেন কি করছেন কি???
.
.
.
.
.
.
.
.
.
..
.
এইটা নবাব সিরাজউদ্দৌলার চেয়ার....
.
.
.
.
.
. আবুল: ভাই ,একটু বসতে দেন .. সিরাজ ভাই
আসলেই আমি উইঠা যাবো...
জোকস - ২: দুই কিপটা বন্ধুর ভ্রমন...
একদা ২ কিপটে বন্ধুর খুব শখ হল তারা দেশ ভ্রমনে যাবে ।
এদের ১জন কানা আর এক জন লেংরা ।
ভ্রমনের আগে তারা কিছু জিনিস নিল ।
কানা নিল একটি হারিকেন আর লেংরা নিল এক জোড়া জুতা ।
ভ্রমন যাত্রা শুরু হল । কিন্তু বিপত্তি বাধল সন্ধায় ,
যখন তারা পৌছল একটি জঙ্গলে ।
চার দিকে অন্ধকার নেমে আসল ।
তখন ......
লেংরা বন্ধু : দোস্ত তর হারিকেনটা জ্বালা ।
কানা বন্ধু :দোস্ত সবই তো পরিস্কার দেখতাছি ।
হারিকেন জ্বালানোর কি দরকার ।
বেশ কিছুক্ষন পরে......
কানা বন্ধু : দোস্ত তর জুতা গুলা একটু দে ।
অন্ধকারে কিছু দেখি না , পায়ে কাটা লাগে ।
লেংরা বন্ধু : না রে... দোস্ত নতুন জুতা তো নষ্ঠ হইয়া যাইবো ,
দেখস না আমি এই গুলা মাথায় নিয়া হাটতাছি ।
জোকস - ৩:বল্টুর পরীক্ষা...
বল্টু পরীক্ষা দিতে গেল,,,,,,
পরীক্ষায়
প্রশ্ন আসলো-
কিভাবে একটা পিপড়া কে মারতে
হয়...?
প্রশ্নটা ১৫ মার্ক
এর।
তো বল্টু উত্তর
লিখেছেঃ
প্রথমে চিনির
সাথে মরিচের
গুড়া মিশায়ে রেখে দিতে হবে।
পিপড়া সেটা খেয়ে পানি খুজবে
চারদিকে।
পানির
বালতি তে যেয়ে পিপড়া টা পড়ে
যাবে,তারপর
পিপড়া নিজেকে শুকাতে আগুনের
কাছে যাবে,
আগুনের
কাছে আগে থেকেই
একটা বোম্ব
রাখা লাগবে। বোম্ব
ফুটে পিপড়া আহত
হয়ে হসপিটাল এ
যাবে, তার
মুখে অক্সিজেন
মাস্ক দেয়া থাকবে,
সেই
অক্সিজেন
মাস্ক
টাখুলে দিলেই
পিপড়াটা মরে যাবে।
জোকস - ৪: বন্ধুর বাসা...
এক লোক তার বন্ধুর
বাসায় গেল. কলিং বেল
টিপল.
বল্টু দরজা খুলল-
... লোক : তোমার
বাবাকে একটু ডাক তো.
বল্টু : বাবা বাসায় নেই,
বাজারে গেছে.
লোক : তাহলে তোমার
বড় ভাইকে ডাক.
বল্টু : বড় ভাই তার
বন্ধুদের
সাথে ক্রিকেট
খেলতে মাঠে গেছে.
লোক : তোমার
মাকে ডাক,
তিনি তো বাসায়
আছে???
বল্টু : না.
মা বিউটি পার্লারে গেছে.
লোক : (বিরক্ত
হয়ে বলল) সবাই যখন
বাইরে গেছে তখন
তুমিও কোথাও
চলে যাও.
বল্টু : জ্বি, তাই
তো আমি আমার বন্ধুর
বাসায়
চলে এসেছি।
জোকস - ৫: চালকের সাথে কথা বলা নিষেধ...
বাসের এক সিটে দুই জন যাত্রী
বসে আছেন। একজন এমনি
বসে আছেন এবং আরেকজন
সিগারেট টানছেন।
অপর যাত্রী সিগারেটখোর - কে
বাসের ভেতরের একটি
সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে
বললেন,"ভাই দেখেন না,
লেখা আছে, ধূমপান নিষেধ?"
সেটা শুনে সিগারেটখোর
আরেকটি সতর্কবার্তা লেখা
দেখিয়ে দিয়ে
বললেন,"আপনার কোনো
অভিযোগ থাকলে চালককে
বলুন।" সেটা দেখে অপর যাত্রী
চালকের কাছে গিয়ে বলছে,
"চালক ভাই, আমার পাশের
সিটের ঐ ভদ্রলোক ধূমপান
করছেন ...এবং আমার সমস্যা
হচ্ছে, আপনি একটু বিষয়টা
দেখবেন।" তাই শুনে চালক
ওই লোককে
বাসের ভেতরের আরেকটি
সতর্কবার্তা লেখা দেখিয়ে দিয়ে
বললেন,"চলন্ত গাড়ীতে
চালকের সাথে কথা
বলা নিষেধ।