বন্ধুরে ফোন দিলাম, ধরলো বন্ধুর বউ.....
- ভাবী! হারামিটা কই.......?
.
--- খাচ্ছে...........
.
- খাচ্ছে? এই অবেলায়! বেটার পেটে
হাঁস ঢুকলো নাকি?
.
--- আর বইলেন না ভাই, হঠাৎ করে তার
নাকি আমার দুধ খেতে ইচ্ছে করছে!
.
আমি পুরো ত্রিশ সেকেন্ড তব্দা মাইরা
বইসা থাকলাম। এইটা কি শুনলাম! ও
দিকে ভাবী ফোনে হ্যালো হ্যালো
করেই যাচ্ছে। আমি বিস্মিতভাব
কাটিয়ে মিনমিন করে আবারো
জিজ্ঞাসা করলাম!
.
- কি খাচ্ছে বললেন!!
.
--- 'আম আর দুধ!'...
বলেই ভাবী চুপ হয়ে গেলেন। আমি
হ্যালো হ্যালো করেই যাচ্ছি, ও প্রান্ত
থেকে কোন সাড়া নেই। বেচারী
বোধহয় সমস্যাটা বুঝতে পেরেছেন।
জোকস-২: ছাত্র এবং টিচার..
স্যারঃ বল্টু, বলো তো,
ভারত কোন জলবায়ুর দেশ?
বল্টুঃ “ক্যাটরিনা” জলবায়ুর দেশ, স্যার।
স্যারঃ পাজি ছেলে, এই সহজ প্রশ্নের উত্তর জানোনা ???
বল্টু স্যার,.........বাংলাদেশ যদি “মৌসুমি”জলবায়ুর দেশ হয়,
তাহলে ভারতের জলবায়ুকি দোষ করল ?
জোকস-৩: জোত্যিষ বাবা..
হাবলু: জ্যোতিষ বাবা, কদিন হলো ডান হাতটা
খুব চুলকাচ্ছে। কিসের লক্ষণ বলুন তো?
জ্যোতিষী: হুম্! তোর ওপর মঙ্গলের প্রভাব রয়েছে।
তোর হাতে প্রচুর টাকা আসবে।
হাবলু: বাবা, আমার বাঁ হাতের তালুও চুলকায়।
জ্যোতিষী: বলিস কী? তোর তো বিদেশযাত্রা শুভ!
হাবলু: (খুশিতে গদগদ হয়ে) বাবা,
আমার ডান পা-টাও কিন্তু একটু একটু চুলকাচ্ছে।
জ্যোতিষী: দূর ব্যাটা, তোর চুলকানি আছে। ডাক্তার দেখা!
জোকস-৪: চুমু...
স্বামীঃ আচ্ছা বিয়ের আগে তোমাকে
কেউ চুমু খেয়েছিলো?
স্ত্রীঃ একবার পিকনিকে গিয়েছিলাম |
সেখানে আমাকে একা পেয়ে একটা ছেলে
ছোরা বের করে বলেছিলো,
যদি চুমু না খাও, তাহলে খুন করে ফেলবো |
স্বামীঃ তারপর তুমি চুমু খেতে দিলে?
স্ত্রীঃ দেখতেই পাচ্ছো, আমি এখনও বেঁচে আছি |
জোকস-৫: ইন্টারভিউ...
ইন্টারভিউ বোর্ডে এক যুবককে প্রশ্ন করা হলো,
বলতো "ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল"
এর ইংরেজি কি হবে?
: এটার ইংরেজি পারি না স্যার | আরবিটা পারি |
: আরবিটা পার ঠিক আছে বল |
: ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন