বাস চালক মুচকি হেসে বলল,
বাচ্চাটি দেখতে কুৎসিত।
মহিলা ভাড়া চুকিয়ে দিয়ে
পিছনের একটা সিটে গিয়ে বসল
এবং রাগে গজগজ করতে লাগল।
মহিলাকে এমন করতে দেখে পাশের
সিটের ভদ্রলোক জিজ্ঞেস
করলো কি হয়েছে। বাস
ড্রাইভার আমাকে অপমান করছে!
ভদ্রমহিলা উত্তর দিল।
সহানুভূতি দেখিয়ে ভদ্রলোক বলল,
“নাহ, সে পাবলিক সার্ভেন্ট।
প্যাসেঞ্জারদের সাথে সে এরকম
ব্যবহার করতে পারে না।”
“ঠিক বলেছেন। আমার মনে হয়
ফিরে গিয়ে তাকে একটা উচিত
জবাব দিয়ে আসি।”
ঠিক আছে, যান। তবে আপাতত
কোলের বান্দরটাকে আমার
কাছে দিয়ে যান।”
জোকস-৫: বিটিভি'র বিশেষ আবহাওয়া বুলেটিন
সুপ্রিয় দর্শক, এখন শুনবেন বিকাল
১১ টার বিটিভির বিশেষ আবহাওয়া বুলেটিন ।
আপনাদের সাথে আছি আমি মি. নাই মিয়া।
আগামীকাল ভোর ৩টায় সূর্যোদয় হতে পারে।
সকাল থেকেই আকাশ রূপালি ইলিশের মত ঝিলিক মারবে।
সারাদিন বজ্রসহ ঝিরি ঝিরি রোদ ও
কান ফাটা নাতিশীতোষ্ঞ বৃষ্টি
হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেই সাথে কোথাও কোথাও
থেমে থেমে প্রবল ঠান্ডা রোদ ও
গরম বৃষ্টিপাত হতে পারে।
তাই সকল নৌযানগুলোকে ৩০ নং
এবং যানবাহনগুলোকে ৩৮ নং
সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সকল মাছ ধরার ট্রলার ও জাহাজগুলোকে
১২-১৫ হাত মাটির উপর উঠিয়ে রাখতে বলা হয়েছে।
যানবাহন গুলোকে নদী-খাল-বিলেচুবিয়ে রাখতে বলা হয়েছে ।
রোদ-বৃষ্টি না থাকলে দেশের উত্তরাঞ্চলে প্রচুর
শীতল অগ্নিপাত ও দক্ষিণাঞ্চলে গরম তুষারপাত হতে পারে ।
তাই এই অঞ্চলের সবাইকে সকাল ৮টা থেকে বিকেল
৪টা পর্যন্ত পানিতে ডুব-সাঁতার দিতে বলা হয়েছে,
আর যারা সাঁতার জানেন না তাদেরকে ড্রামে
গলা সমান পানিতে নাকানি-চুবানি খাইতে বলা হয়েছে ।
দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে কি হবে তা আল্লাহ মালুম।