এক ছাত্রী ক্লাসে দেরি করে এসেছে ৷ তাই স্যার রেগে গিয়ে জিজ্ঞেস করল - তোমার আসতে এতো দেরি হলো কেন?
ছাত্রী: স্যার আমার আব্বু আম্মু ঝগড়া করছিল ৷
স্যার: তো তার সাথে তোমার স্কুলে দেরি করে আসার সম্পর্ক কী?
.
.
.
.
.
.
ছাত্রী: স্যার ঝগড়া করার সময় আমার একটা জুতা আব্বুর হাতে আরেকটা জুতা আম্মুর হাতে ছিলো!
জোকস - ০২ : পিছনে সিরিয়াল দেন!!!!!!!!!
একবার এক মহিলা মারা গেছেন। লাশ নিয়ে যাচ্ছেন তার স্বামী। স্বামীরপিছনে একটি কুকুর, এর পিছনে কয় এক হাজার লোক। একলোক এসে স্বামীকে জিজ্ঞাসা করলো যে -
–কি হইছে ভাই? এত লোকজন কেন?
–আমার বউ মারা গেছে
– সরি, তো কিভাবে মারা গেল?
–ওইযে কুকুরটা দেখতে পাচ্ছেন এর কামড় এ।
– ভাই আমারে একটু ধার দিবেন আপনার কুকুরটা।!!!
– ঠিক আছে তাইলে লাইন এরপিছনে গিয়া সিরিয়াল দেন।
জোকস - ০৩ :আমার বউ দেখছে!!!!!!!!!!!
একদল ডাকাত ব্যাংক ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ব্যাংকের সামনে দেখে অনেক মানুষ দাড়িয়ে আছে।ডাকাত একজনকে বলল এই তুই আমাদের ডাকাতি করতে দেখছিস ?
পল্টু: হা আমি তুমাদের ডাকাতি করতে দেখছি।
ডাকাতরা পল্টুকে গুলি করে মেরে ফেলল।
.
.
.
.
.
.
তারপর বল্টুকে বলল এই তুই কিছু দেখছস ?
বল্টু: না ভাই আমি কিছু দেখি নাই। তবে আমার বউ দেখছে!
০৪ : বল্টুরপ্রাইভেটক্লাস!!!!!!!!!!!!
শিক্ষক : বলতো আম উপরের দিকে না পরে নিচের দিকে পরে কেন?
বল্টু : স্যার, উপরে খাওয়ার মানুষ নেই তাই।
শিক্ষক (একটু রেগে) : এই শিখছিস ?
আচ্ছা বল, লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে, কিন্তু লোহার টুকরা পানিতে ডুবে যায় কেন?
বল্টু : লোহার তৈরি জাহাজ ভেসে থাকে কারন এর চালক আছে, কিন্তু লোহার টুকরার চালক নেই তাই এটা ডুবে যায়।
শিক্ষক : তোর মাথায় ডাস্টার মারব হারামি। আচ্ছা এবার বাংলা ২য় পত্র বের করে ক্রিকেট রচনাটা লেখ।
সময়:-৩০মিনিট।
কিছুক্ষন পর বল্টু খাতা জমা দিল..... স্যার তো অবাক এত তাড়াতাড়ি বল্টুর রচনা লেখা হয়ে গেল।
শিক্ষক কৌতূহল সহকার পড়ল। বল্টু লিখেছে......
"খেলা শুরু এবং আকাশে মেঘলা মেঘলা ভাব।
.
.
.
.
.
.
বৃষ্টির কারনে ম্যাচ পরিত্যক্ত।
জোকস - ০৫:তাবিজ!!!!!!!!!!!!!
মেয়ে : বাবা আমার স্বামী আমাকে শুধু মারে।
বাবা : এইনে তাবিজ। তোর স্বামী বাসায় থাকলে এই তাবিজটা তোর জিহ্বার নিচে দিয়ে রাখবি।
১৫ দিন পরে....
মেয়ে : বাবা এখন আর আমার স্বামী আমাকে মারে না। আপনার তাবিজে ভালো কাজ করেছে।
বাবা : এটা তাবিজের ফল নারে, এটা
.
.
..
.
.
তোর মুখ বন্ধ রাখার ফল।