বল্টুর বিয়ের কয়েক বছর পর তার শ্বশুর বল্টু কে ধরছে!
শ্বশুরঃ এ কি জামাই বিয়ের ৬ বছরে আমার মেয়ের ৬খানা বাচ্চা হয়ে গেল???
জামাইঃ .
.
.
.
.
. .
আব্বা আমি আপনাকে কথা দিয়ে ছিলাম ''আমি যত গরীব ই হইনা কেন আপনার মেয়ের পেট কখনো খালি রাখবো না'' !!! ওরে বল্টুরে কেউ মাইরালা ।
জোকস - ০২ : কুকুরের চিৎকার কেমন লাগে !!!
প্রতিবেশীর কুকুরের চিৎকার প্রতিবেশীর কুকুরটার চিৎকারে বিরক্ত এক দম্পতি। এক মাঝরাতে বিছানা থেকে উঠেই গেলেন বাড়ির কর্তা। বললেন, অনেক হয়েছে। আজ এর একটা বিহিত করতে হবে। বলেই হনহন করে বেরিয়ে গেলেন তিনি। কিছুক্ষণ পর ফিরলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, কি হেনস্তা করে এলে, শুনি? কর্তা: কুকুরটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। এবার বুঝুক, প্রতিবেশীর কুকুরের চিৎকার কেমন লাগে!
জোকস - ০৩ : মাতার ও পথচারী !!!
এক মাতাল ব্রিজের উপর দিয়ে যাবার সময় নিচে পানিতে চাঁদের প্রতিবিম্ব দেখে থমকে দঁড়ায়- মাতাল :- এই যে ভাই, নিচে ওটা কি? পথচারী :- ক্যান চাঁদ। মাতাল :- কি ?------------ আমি এতো উপড়ে কি করে উঠলাম ????
জোকস - ০৪ : Voice Change!! !!
গৃহশিক্ষক ছাত্রীর প্রেমে পড়ে কৌশলে বললেন :- গৃহশিক্ষক :- আচ্ছা তুমি ভয়েচ করতে পারবে? ছাত্রী :- জ্বী স্যার। গৃহশিক্ষক :- আই লাভ ইউ (I love you) কে Active থেকে Passive Voice এ রূপান্তর কর। ছাত্রী :- খুব সোজা স্যার .... I hate you----------
জোকস - ০৫: আপনারটাও ঠিক স্যার : !!!
এক স্কুলের শিক্ষক ছাত্রের উদ্দেশে বললেন বলতো B.B.C তে কি হয়। ছাত্র :- স্যার বিবিসি তে হয় বেলা বিস্কিট কোম্পানি। শিক্ষক :- ভারী বেয়াদব ছেলে তো । ছাত্র :- আপনারটাও ঠিক স্যার।