এক ইদুর মদের গ্লাসে পড়ে গেছে।
সেখান দিয়ে একটা বিড়াল যাচ্ছিলো।ইদুর বিড়ালকে বলছে>>>…
ইদুর :- তুমি আমাকে এখান থেকে বাহির করো। তারপর যদি ইচ্ছে হয় তুমি আমাকে খেয়ে ফেল। বিড়াল লাথি মেরে মদের গ্লাস ভেংগে ফেলে। আর ইদুর বাহির হয়েই তো দৌড় শুরু করে। তখন বিড়ালের রাগ উঠে যায়। বিড়াল রেগে গিয়ে বলল>>>
বিড়াল :- শালা মিথ্যাবাদী, ধোকাবাজ, বেইমান। তুইই তো বলেছিলি আমাকে এখান থেকে বাহির করো। তারপর ইচ্ছে হলে খেয়ে ফেল। ইদুর হাসি দিয়ে বলল, রাগ করিস না দোস্ত তখন তো আমি নেশার মধ্যে ছিলাম।
জোকস - ০২ : কথা বলা ঘড়ি
বন্ধুর নতুন বাসা ঘুরে ঘুরে দেখছিলেন রকিব। দেয়ালে একটা পিতলের থালা আর একটা হাতুড়ি ঝোলানো দেখে জিজ্ঞেস করলেন, এটা কী?
বন্ধু বললেন, এটা একটা ‘কথা বলা ঘড়ি’।
রকিব: তাই নাকি? দেখি তো কেমন কথা বলে?
বন্ধু হাতুড়ি দিয়ে থালায় আঘাত করলেন, প্রচণ্ড শব্দ হলো। সঙ্গে সঙ্গে দেয়ালের ওপাশ থেকে প্রতিবেশী চিৎকার করে বললেন, নালায়েক! রাত ১০টার সময় কেউ এত জোরে শব্দ করে?
জোকস - ০৩ : সেভেন সেকেন্ড ইয়ার
ভদ্রমহিলা : বাবা, তুমি কোন ক্লাশে পড়।
বালক : ক্লাশ সেভেন সেকেন্ড ইয়ার।
ভদ্রমহিলা : এটা আবার কেমন ক্লাশ?
বালক : আমি সেভেনে দুই বছর পড়ছি তো তাই।
জোকস - ০৪ : কাটা ঘায়ে নুনের ছিটা
হাজব্যান্ড: তোমার বাবার ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ দেয়ার অভ্যাস টা গেলো না মনে হয়।
.
.
ওয়াইফ: কেন কি হলো আবার?
.
.
.
হাজব্যান্ড: আজকে আবার জিজ্ঞেস করছিলেন, “আমার মেয়েকে বিয়ে করে তুমি সুখী তো?”
জোকস - ০৫ :বিয়ের DVD
স্বামী রুমে বসে বসে DVD দেখতেছিলো। আছানাক জোরে জোরে চিল্লাতে চিল্লাতে বলতে লাগলো ooowwwwww noooooooooooooo!!! গাড়ি থেকে নামিস না!!! গাড়ি থেকে নামিস না!! গাড়ি থেকে নামলে তুই সর্বনাশ হয়ে যাবি পাগল!!! গাড়ি থেকে নামলে তোর জীবনের সুখ শান্তি নষ্ট হয়ে যাবে!! স্বামীর উত্তেজিত কণ্ঠে চিল্লা চিল্লি শুনে স্ত্রী এসে বলল - কি ব্যাপার DVD তে কি দেখে এতো চিল্লাচ্ছ?
স্বামী নরম গোলায় বললঃ- আমাদের বিয়ের DVD!