মেয়েঃ বাহিরে আমার বয়ফ্রেন্ড আছে ওরে ভিতরে নিয়ে আসেন।
,
,
,
ডাক্তারঃ আপনি ভঁয় পাবেন না। আমি খুব ভদ্র মানুষ।
,
,
,
,
,
,
মেয়েঃ না ডাক্তার সাহেব আপনি বুজেন নাই। বাহিরে আপনার নার্স আছে। আর আমার বয়ফ্রেন্ড ভদ্র মানুষ না।
জোকস - ০২ : ছাত্র - শিক্ষক!!!
গানের শিক্ষক আসছে বল্টুরে গান শিখাতে ….......
শিক্ষক:- বল্টু, তুই কয়টা গান পারস ??
বল্টু:- 4 টা গান পারি!
শিক্ষক:- দেখি কি কি গান জানস...গা একটু
.
বল্টু:- 1 ইয়া আলী,
পকেট খালি, জানু
তুই আমারে কি
ভাবছ্যাকা দিলি……? .
.
2. ধাক ধাক কার নে
লাগা, হালা
রে ধইরা গালে 2 টা
থাপ্পর লাগা!!
.
.
.
3. দিল তুহি হে বাতা,
কেনো
তোমার বাথরুমের বদনা
ফাঁটা …???
.
.
4. ধুম মা চালে ধুম মা
চালে ধুম, কাল
অবরোধ দিবো সেই
লেভেলের ঘুম..!!
শিক্ষক:- বেহুশ ............
জোকস - ০৩ : বস ও কর্মচারী!!!
বসঃ যেদিন থেকে আমি তোকে চাকরি থেকে বরখাস্ত করেছি, সেদিন থেকে প্রতিদিন তুই আমার বাড়ির সামনে পায়খানা করিস! কারন কি? তুকে পুলিশে দেয়া উচিত!
.
.
.
.
.
.
.
.
.
বল্টুঃ স্যার, আমি শুধু আপনাকে এতটুকু মনে করিয়ে দিতে চাই যে, বরখাস্ত করেছেন বলে আমি না খেয়ে মরে যাইনি !!
জোকস - ০৪ : বিক্রেতা ও ক্রেতা!!!
কাস্টমারঃ চিনি আছে?
দোকানদারঃ এই যে বস্তা ভর্তি চিনি!!
কাস্টমারঃ এখানে তো লবন লেখা আছে!!
.
.
.
.
.
দোকানদারঃ আরে লবন লিখা রাখছি, যাতে পিপড়াঁয় না ধরে!!!!
জোকস - ০৫ : প্রেমিক-প্রেমিকা!!!
Gf- রাস্তায় হাটার সময় কোন মেয়ের দিকে তাকাবানা। ওকে??
Bf-- আচ্ছা।
Gf- ফেসবুকে কোন মেয়ের ছবিতে লাইক দিবা না। ওকে??
Bf-- আচ্ছা। দেখবোও না। ওকে??
Gf- খালি জিরো ডট ফেসবুক চালাবা। ওকে??
Bf-- আচ্ছা।
Gf-টিভি কম দেখবা। মুভিও দেখবানা। আর দেখলে নায়িকাদের দিকে তাকাবানা। ওকে??
Bf-- আচ্ছা।
Gf- পেপার পড়বা কিন্তু বিনোদন পাতার দিকে যাবা না। মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখলে চোখ গাইল্লা ফেলবো।
Bf-- আচ্ছা।
Gf- তোমার বাসা গার্লস স্কুলের সামনে না??
Bf-হ্যাঁ।
Gf- বাসা চেঞ্জ করো।
Bf--আমার বাবার বাড়ি!!
Gf-বাড়ি বেচে দাও।
Bf-- আমার বাবা শুনলে ?
Gf- তাইলে বাসা ছেড়ে মেসে থাকবা। এমন বাড়িতে যে বাড়ির মালিকের কোন মেয়ে নাই। থাকলেও ওই মেয়ের দিকে
তাকাবানা।
Bf-- আচ্ছা।
Gf- মনে থাকবে??
Bf-- এত্ত বড় লিস্ট!! সব তো মনে নাই।
Gf- আবার বলবো ???
Bf-- আবার!
Gf- মনে না থাকলে আবার বলতে হবে।
Bf-- থাক থাক!! এত বড় লিস্ট দিয়ে কাজ নাই। তুমি বরং এমন কোন লিস্ট দাও যেই লিস্টে খালি আমি কোন কোন
দিকে তাকাতে পারবো সেই লিস্ট থাকবে।
Gf- ভালো বুদ্ধি। তুমি তোমার পায়ের বুড়া আঙ্গুলের দিকে তাকাবা খালি। এভাবে নিচের দিকে তাকায় চলাচল করবা।
ওকে??
Bf-- আচ্ছা। ওকে!!
Gf- দ্যাটস মাই বয়! এই নাও ফ্লায়িং পাপ্পি!!
(৪ ঘন্টা পর)
Gf- বেবী তুমি কই???
Bf-- হাসপাতালে।
Gf- কেনো???
Bf-- তোমার কথা শুনে পায়ের বুড়া আঙ্গুলের দিকে তাকায়া বাইক চালাইতেছিলাম তারপর কিছু মনে নাই। উঠে দেখি হাসপাতালে আছি!
Gf- তাই..??? সাবধান!! নার্সের দিকে তাকাবানা...!!!