সবচেয়ে ফাঁকিবাজ বাংলার শিক্ষক যেভাবে একদিনে সিলেবাস শেষ করবে ব্যাকরণ বই’এর প্রথম অধ্যায়।
ভাষাঃ— এটা তো বলার কিছু নাই। যা বলছি, সেটাই ভাষা।
(২য় অধ্যায়) ব্যাকরণঃ- এই যে বইখানা পড়ছি, এটাই ব্যাকরণ। যা ক্লাসে পড়াবো, সেটাই ব্যাকরণ।
(৩য় অধ্যায়) ধ্বনি, শব্দ ও বাক্যঃ- বেত দিয়ে মারলে তোদের মুখ দিয়ে যা বের হয়, সেটাই ধ্বনি। সেই ধ্বনি যদি খাতায় বর্ণ দিয়ে লিখতে পারিস, তাহলেই সেটাই শব্দ। আর পড়া না পারলে যে অজুহাত দেখাস, সেটাই বাক্য।
(৪র্থ অধ্যায়) সমাস, কারক ও বিভক্তিঃ-- যেসব বাক্য আমি ক্লাসে তোদেরকে বলবো, তার ভেতরেই এইসব লুকিয়ে থাকে। তোরা খুজে নিবি। তোদের কাজ ওসব নিজ দায়িত্বে খুজে নেয়া। খুজে না পেলেও সমস্যা নেই। বাক্য বলতে পারলেই হলো।
(৫ম অধ্যায়) পত্র ও দরখাস্তঃ মেয়েদের কাছে যা লিখিস, ওটাই পত্র। আর ক্লাস কামাই দেবার অজুহাত দেখিয়ে আমার কাছে যে আর্জি লিখিস, ওটাই
দরখাস্ত।
(৬ষ্ঠ অধ্যায়) ভাবসম্প্রসারণঃ পরীক্ষার খাতায় কিছু না জেনেও যে একলাইন ঘুড়িয়ে ফিরিয়ে পাতার পর পাতা যে লিখে আসিস, ওটাই ভাবের সম্প্রসারন।
(৭ম অধ্যায়) সারমর্মঃ- পরীক্ষার খাতায় যে নম্বর পাবি, ওটাই সারমর্ম।
(৮ম অধ্যায়) রচনাঃ আমাদের জীবনটাই আসলে রচনা। জন্ম তার সূচনা। মরন হলো উপসংহার। মাঝের সবকিছুই Description. ওটা কেউ পড়ে । সবাই সূচনা!!!
জোকস - ০২ : ভবিষ্যতের প্রেমপত্র!
ভবিষ্যতের প্রেমপত্র
প্রিয় তমা,
হাও আর ইউ ? আশা করি ভালো আছো..আমি ভালো আছি, পরসমাচার এই যে, দীর্ঘদিন ধরে তোমাকে কথাটা বলব বলব ভাবছি..কিন্তু বলার সাহস পাচ্ছি না, সামনা সামনি বলতে পারবো না তাই এই চিঠিটা লিখলাম..এটাকে চিঠি না বলে প্রশ্নপত্র বলাই ভালো হবে, তুমি নিচের প্রশ্ন গুলার উত্তর লিখে পাঠিয়ে দাও তারপর বিবেচনা করে দেখব তোমাকে আমার মনের কথা বলা যায় কিনা ইতি হবু প্রানপ্রিয়,
হাবুল :------->> বলতো আমার হাতে কী.......??
¤
¤
সুদীপঃ------>> হাতি......!!
¤
¤
হাবুলঃ------>> এই যা......!!! তুই দেখে ফেলেছিস......???
এই রকম পাগল হাবুল এক দিন এক ইঁদারার { কুঁয়ো } ধারে দারিয়ে চিৎকার করে বলছে সাত....সাত....সাত....সাত.... সাত.... রাস্তা দিয়ে পার হওয়া এক ভদ্রলোক তাকে জিঙ্গাসা করল ,, " এই তুমি এভাবে সাত....সাত....সাত.... করে চেচাচ্ছ কেন..........???" হাতে ডাকার ইশারা করে হাবুল বলল,," কাছে আসুন বলছি" যেই সেই লোকটা কাছে গিয়েছে অমনি হাবুল তাকে ইঁদারায় ফেলে দেয়॥ তার পর চেচিয়ে বলতে থাকে----------------->> আট....আট....আট....আট....আট....আট....
জোকস - ০৪ :ছাত্র-শিক্ষক!
শিক্ষক : কিরে পড়া হইছে?
বল্টু : হ্যা স্যার।
শিক্ষক : বলতো, I am a dog এর মানে কি?
বল্টু : পাবনা স্যার।
শিক্ষক : জানতাম পাবিনা। এর অর্থ দাড়ায় "আমি একটা কুকুর।"
বল্টু : হা হা হা....
শিক্ষক : হাসার কি হল?
বল্টু বলল,
. .
.
.
.
.
.
.
.
.
"আমার সন্দেহ ঠিক। আমি মনে মনে যা বলি আপনি আজ নিজেই স্বীকার করলেন।"
জোকস - ০৫ : পিতা-পুত্রের কথোপকথন!
পুত্র ;- বাবা, বাবা, আমি পরীক্ষায় থার্ড হয়েছি ! !
পিতা ;- আয় বাপ, আমার বুকে আয়। আমি জানতাম, তুই একদিন আমার মুখ উজ্জল করবি। তা বাপ, ক্লাসে ছাত্র কত জন?
পুত্র ;- তিন জন ! !