এক বয়স্ক স্বামী স্ত্রী তাদের বিজ্ঞানী মেয়ের কাছ থেকে একটা চিঠি পেল, যে বাইরে কাজ করে .....
“প্রিয় বাবা-মা, আমি তোমাদের অনেক মিস করছি আমি একটা প্রোজেক্টে কাজ করছি যেটার কাজ শেষ হতে অনেকদিন লাগবে কিন্তু আমি তোমাদের বয়স্ক দেখতে চাই না। আমি তোমাদের ওরকমই দেখতে চাই, যেরকম আমি দেখে গিয়েছি। আমি তোমাদের জন্য একটা ওষুধ পাঠালাম, যেটা আমি বানিয়েছি। এটা খেলে তোমাদের বয়স কমে যাবে। তোমরা দুইজন এটা এক ফোঁটা করে খেও, যাতে বয়স কমে যায় আর আমি ফিরে এসে তোমাদের ওরকমই দেখতে পারি, যেরকম আমি দেখে গিয়েছি। তোমাদের অনেক ভালবাসি।
ইতি তোমাদের মেয়ে
চিঠির সাথে একটা ছোট বোতল ছিল। স্বামী তখন স্ত্রীকে বলল তুমি আগে খাও। স্ত্রী এক ফোটা ওষুধ খেলো। তার বয়স ৫ বছর কমে গেল। এরপর স্বামী খেল এক ফোঁটা। সেও কমবয়স্ক হয়ে গেলো। যাই হোক এক বছর পর তাদের মেয়ে ফিরে এল। সে এসে দেখল তার বাবা যুবক আর হ্যান্ডসাম হয়ে গিয়েছে, আর তার কোলে একটা বাচ্চা, মেয়েতো মহাখুশি সে ভাবল তার বাবা মার বয়স কমে গিয়ে আরেকটা বাচ্চা নিয়েছে। বাবা মেয়েকে দেখে খুশি হয়ে বলল “তোমার ওষুধ অনেক কাজ করেছে”। মেয়ে জিজ্ঞেস করল তার মা কোথায়?? বাবা বলল “তোমার মা আমাকে কমবয়স্ক দেখে আরও ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। সে আরও চাইত তার বয়স আরও কমে যাক। তাই সে পুরো বোতল ওষুধ খেয়ে ফেলে যাতে আমি আর খেতে না পারি। আর তার বয়সও আরও কমে যায়, আর এখন সে আমার কোলে!!!!
জোকস - ০২ : বাচ্চার কান্ড!
এক বাচ্চা ছেলে চলন্ত বাসের জানালা দিয়ে সু-সু করছিলো। এক মহিলা তাকে ধমক দিয়ে বলল>>>
…
…
…
মহিলা: এই তোমার লজ্জা করে না?
…
…
…
বাচ্চা:" আরে আন্টি, লজ্জারে মারেন গুলি। দেখেন আমার সু-সু কতো দূর পর্যন্ত যাইতেছে।
জোকস - ০৩ : ভিক্ষকের কান্ড!
একদিন এক ভিক্ষুক হোটেল রিডিসনে ফোন দিল......।
ম্যানেজার : স্যার আপনার জন্য কি কি করতে পারি?
ভিক্ষুক: একটা বার্গার,তিনটা কাটলেট, দুইটা পিৎজা আমার বাসায় পাঠিয়ে দেন...।
ম্যানেজার : স্যার বিল করবো কার নামে?
ভিক্ষুক : কেন? আল্লাহর নামে....|
জোকস - ০৪ : সান্ত্বনা!
এক ভদ্রলোকের স্ত্রী মারা গেলো। ভদ্রলোক খুব কাঁদছে। পাশের বাড়ির এক ভাবি এসে সান্ত্বনা দিচ্ছে – কাঁদবেন না ভাই।
কেঁদে আর কী হবে। মানুষতো আর চিরদিন বেঁচে থাকে না।
ভদ্রলোক বললো: ভাবি, যখন আমার মা মারা গেলো, তখন আশেপাশের বয়স্ক মহিলা প্রতিবেশীরা এসে বললো, কেঁদো না, তোমার মা নেই তো কি হয়েছে আজ থেকে আমরাই তোমার মা। যখন আমার বোন মারা গেলো, তখন আশেপাশের মধ্যবয়স্ক মহিলারা এসে সান্ত্বনা দিয়ে বললো, কেঁদো না, তোমার বোন নেই তো কি হয়েছে, আজ থেকে আমরা তোমার বোন। কিন্তু আমার বৌ মারা যাবার পর কেউ তো ওরকম সান্ত্বনা দিতে এলো না।