জোকস - ০১ : আরে বেকুব আমি তো মারা গেছি
একদিন এক মানসিক হসপিটালে সকল পাগল কান্না করছিল....
কিন্তু একটা পাগলে চুপচাপ শুয়ে ছিল !!!
ডাক্তার জিজ্ঞেস করল:" তুমি শুয়ে আছো কেন??
তখন পাগলটি বলল...
" আরে বেকুব আমি তো মারা গেছি এর জন্যই তো
সবাই কান্নাকাটি করতাছে "!
জোকস - ০২ : জেলখানার খাবার
দুই কয়েদি পালিয়েছে জেল থেকে।
আবার যখন তাদের আটক করা হলো,
কারারক্ষক প্রশ্ন করলেন,
‘তোমরা জেল থেকে পালিয়েছিলে কেন?’
১ম কয়েদি: কারণ, জেলখানার
খাবার খুবই জঘন্য। খাওয়া যায় না।
কারারক্ষক: কিন্তু তোমরা জেলের
তালা ভাঙলে কী দিয়ে?
২য় কয়েদি: সকালের নাশতার রুটি দিয়ে!
জোকস - ০৩ : কৃপণ লোক
একদিন ক্লাসে শিক্ষক তার সোনার
আংটিটা একটা গ্লাসের পানিতে
ডুবিয়ে ছাত্রকে প্রশ্ন করলেন।
শিক্ষকঃ বল তো, এই আংটিটাতে মরিচা ধরবে কি না?
ছাত্রঃ ধরবে না স্যার।
শিক্ষকঃ গুড, ভেরি গুড।
আচ্ছা বলতো, কেন ধরবে না?
ছাত্রঃ স্যার, আপনি যে কেমন
কৃপণ লোক সেটা তো আমার জানি ।
যদি পানিতে রাখলে মরিচা ধরতো,
আপনি কখনই আপনার সোনার
আংটি পানিতে রাখতেন না।
জোকস - ০৪ : প্লাস্টিক স্যার্জারির জন্য টাকা দিছিলাম
১ম বন্ধু: অনেক টেনশনে আছি রে
২য় বন্ধু: কেন রে, কি হইছে?
১ম বন্ধু: এক লোক রে ৫ লাখ টাকা দিছিলাম
২য় বন্ধু: কছ কি! টাকা লইয়া ভাগছে নাকি?
১ম বন্ধু: আরেনা...প্লাস্টিক স্যার্জারির জন্য টাকা দিছিলাম,
কিন্তু এখন ত চিন্তেই পারতেছিনা কারে টাকা দিছিলাম !!!
জোকস - ০৫ : কাস্টমার ফিডব্যাক
এক ম্যানেজমেন্ট এর ছাত্র একটা মেয়েকে জড়িয়ে ধরল
মেয়ে অবাক হয়ে বলল এটা কি হল???!!!
ছেলেঃ ‘ ডাইরেক্ট মার্কেটিং জানু’
মেয়ে ঠাশ করে ছেলের গালে এক চর বসিয়ে দিলো!!
ছেলেঃ এটা কি হল??
মেয়েঃ ‘ কাস্টমার ফিডব্যাক”