জোকস - ০১ : সাবান দিয়ে গোসল
বুড়িগঙ্গার ময়লা পানিতে এক লোককে নামতে দেখে সাংবাদিক প্রশ্ন করলেন, ‘ভাই, নদীতে কী করছেন?’
‘গোসল করছি।’
‘কিন্তু নদীর পানি তো খুবই ময়লা।’
‘সমস্যা নাই। সাবান দিয়ে গোসল করছি।’
জোকস - ০২ : পরোপকারী করিম সাহেব
করিম সাহেব একবার গাড়ি চালিয়ে যাওয়ার পথে দেখলেন, এক লোক রাস্তার পাশের মাঠে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে।
করিম সাহেব: কী ব্যাপার? ঘাস খাচ্ছ কেন?
লোক: স্যার, আমি তিন দিন ধরে কিছু খাইনি।
করিম সাহেব: ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো।
লোক: স্যার, আমার সঙ্গে আমার স্ত্রীও আছে।
করিম সাহেব: তাকেও সঙ্গে নাও।
লোক: স্যার, আমার সঙ্গে আমার তিন ছেলেমেয়েও আছে।
করিম সাহেব: তাদেরও সঙ্গে নাও।
লোক: স্যার, আপনার অশেষ দয়া! কিন্তু এতজনকে নিয়ে আপনার সমস্যা হবে না তো?
করিম সাহেব: নাহ। আমার বাগানের ঘাসগুলোও বেশ বড় হয়ে উঠেছে!
জোকস - ০৩ : চড় মারার জন্য
এক দৃষ্টিপ্রতিবন্ধী লোক তাঁর পোষা কুকুরটাকে নিয়ে রাস্তার ধার দিয়ে হাঁটছিলেন। কুকুরটার গলায় বাঁধা চেনের অপর মাথা তাঁর হাতে ধরা ছিল। হঠাৎ কুকুরটা একটি চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড় লাগাল। দৃষ্টিপ্রতিবন্ধী লোকটা কোনোমতে দুর্ঘটনা এড়িয়ে রাস্তার ওপারে পৌঁছলেন। পৌঁছেই তিনি পকেট থেকে কুকুরটাকে খাওয়ানোর জন্য বিস্কুট বের করলেন।
পথচারী: এই বেয়াদব কুকুরটার জন্য আরেকটু হলেই মরতে বসেছিলেন। তাকে এখন বিস্কুট খাওয়াবেন!
দৃষ্টিপ্রতিবন্ধী: আমি আসলে চড় মারার জন্য ওর মাথাটা খুঁজছি!
জোকস - ০৪ : ব্যক্তিগত আলাপ
এক লোক হলে গেছে সিনেমা দেখতে। সামনের সিটে দুই মহিলা এত জোরে গল্প করছিল যে বেচারা কোনো সংলাপই শুনতে পাচ্ছিল না। শেষমেশ না পেরে মহিলা দুজনের দৃষ্টি আকর্ষণ করে বললেন, এই যে, আমি কিছু শুনতে পাচ্ছি না।
‘শোনা উচিতও নয়। আমরা ব্যক্তিগত আলাপ করছি’। মহিলাদের একজন জবাব দিলেন।
জোকস - ০৫ : অতীতের কথা ভুইলা যান
: আবার পাঁচ টাকা ভিক্ষা চাইছ! একটু আগেই না দিলাম।
: অতীতের কথা ভুইলা যান। অতীত নিয়া পইড়া আছেন বইলাই আজ আমাদের এই অবস্থা।