এই ফাস্ট ফুড শপটিতে বিভিন্ন ধরনের কম্বো সেট মেনুর পাশাপাশি অ্যালাকার্টে (সিঙ্গেল) মেনুর মাধ্যমে খাবার পরিবেশন করা হয়। এখানে বার্গার, ফ্রাইড চিকেন, চিকেন স্ট্রিপস, চিকেন উইংস, চিকেন ললিপপ, ফ্রেঞ্চ ফ্রাই, শর্মা, স্যান্ডুইচ, থাই ও কর্ন স্যুপ, চিকেন সিজলিং, রাইস মিল সহ কফি, লাচ্ছি, মিল্ক শেক, আইসক্রীম ও সফট ড্রিংকস পাওয়া যায়। এই ফাস্ট ফুড শপটির মতিঝিলে আরও ২টি শাখা রয়েছে। ধানমন্ডিতে ১টি শাখা ছিলো সেটি বর্তমানে বন্ধ আছে। সকল শাখায় খাবার মেনু ও মূল্য একই।
ঠিকানা ও যোগাযোগ:
শাখার নাম
|
ঠিকানা ও যোগাযোগ
|
মিরপুর শাখা
|
৯/১৮ আলম টাওয়ার, রূপনগর আবাসিক এলাকা পল্লবী, মিরপুর, ঢাকা।
মোবাইল: ০১৯১৫-০০৬৯৯৯
|
লোকেশন:
রূপনগর আবাসিক এলাকা বাসস্ট্যান্ড থেকে ১০০ গজ দক্ষিণ দিকে সড়কের পশ্চিম পাশে ভবনের নিচতলায় এই ফাষ্ট ফুড শপটি অবস্থিত।
অন্যান্য শাখা:
শাখা – ১
|
শাখা - ২
|
১/এ, উত্তর কমলাপুর, মতিঝিল, ঢাকা- ১২১৭।
|
আইডিয়াল কলেজ জোন, মতিঝিল, ঢাকা।
|
মোবাইল: ০১৯২৬৬৬৭৭৬৯
ই-মেইল: [email protected]
|
পার্টি আয়োজন:
এই ফাস্ট ফুড শপটিতে পার্টি আয়োজনের ব্যবস্থা নেই।
হোম ডেলিভারী:
এই ফাস্ট ফুড শপটিতে হোম ডেলিভারী সার্ভিস এর ব্যবস্থা নেই।
বিল পরিশোধ:
এই ফাস্ট ফুড শপটিতে শুধুমাত্র ক্যাশের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা রয়েছে।
খোলা-বন্ধের সময়সূচী:
প্রতিদিন সকাল ৭:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত খোলা থাকে।
আপডেট: ২ জুন, ২০১৩