এই রেষ্টুরেন্টটিতে শুধুমাত্র তার্কিশ খাবার পরিবেশন করা হয়। যেমন – তার্কিশ কাবাব, শর্মা, তার্কিশ পিজা, সালাদ, ডেজার্ট। অ্যালাকার্টে মেনু (রেগুলার মেনু) -র মাধ্যমে খাবার পরিবেশন করা হয়। রেগুলার কাস্টমার সার্ভিসের পাশাপাশি এখানে পার্টি আয়োজন, হোম ডেলিভারীর ব্যবস্থা রয়েছে। ফিক্সড লাঞ্চ/ডিনার বক্স ও ক্যাটারিং সার্ভিসের কোনো ব্যবস্থা নেই। সম্পূর্ণ রেষ্টুরেন্টটি শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে বুফের কোনো ব্যবস্থা নেই।
ঠিকানা ও যোগাযোগ:
হাউজ # ২১, রোড # ৭, সেক্টর # ৪, উত্তরা, ঢাকা – ১২৩০। (স্কাইলাইন গেলেরিয়া, ২য় তলা)
ফোন: ৭৯১৩২৮০
মোবাইল: ০১৭৭০-৫২৫০০৭, ০১৭৭০-৫২৫০০৮
পার্টি আয়োজন:
এই রেষ্টুরেন্টে এনগেজমেন্ট, বিয়ে বার্ষিকী, জন্মদিন, অফিসিয়াল সভা সহ বিভিন্ন ধরনের পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পার্টি আয়োজনের ব্যবস্থা রয়েছে। রেষ্টুরেন্টটিতে একসাথে ৬০ জন লোকের বসার ব্যবস্থা রয়েছে। পার্টির জন্য আলাদা কোনো ফ্লোর চার্জ পরিশোধ করতে হয় না।
হোম ডেলিভারী:
এই রেষ্টুরেন্টটিতে হোম ডেলিভারী প্রদানের ব্যবস্থা রয়েছে। উত্তরা, গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা এসকল এলাকায় এই সুবিধা প্রদান করা হয়। এই সুবিধা পেতে নূন্যতম ৩,০০০ টাকার অর্ডার প্রদান করতে হয় এবং সার্ভিস চার্জ বাবদ অতিরিক্ত ২০০ টাকা প্রদান করতে হয়।
খোলা-বন্ধের সময়সূচী:
প্রতিদিন দুপুর ১২:০০ টা থেকে রাত ১১:০০ টা পরযন্ত খোলা থাকে।
বিল পরিশোধ:
এই রেষ্টুরেন্টের যাবতীয় বিল ক্যাশের পাশাপাশি ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা রয়েছে। আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা নেই।
গাড়ি পার্কিং ব্যবস্থা:
রেষ্টুরেন্টের নিজস্ব গাড়ি পার্কিং ব্যবস্থা নেই। নিজস্ব সিকিউরিটির তত্ত্বাবধানে সামনের রাস্তায় গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে।
আপডেটের তারিখঃ ৫ মে, ২০১৩