ফিঙ্গার লিকিং চাইনীজ রেষ্টুরেন্টটি নাম বদলে রেড ইন্ডিয়ান রেষ্টুরেন্ট রাখা হয়েছে। এখানে থাই, চাইনীজ, ইন্ডিয়ান ও অর্ডারের ভিত্তিতে বাংলা খাবার পরিবেশনের ব্যবস্থা রয়েছে। নিয়মিত সার্ভিস এর পাশাপাশি এখানে পার্টি আয়োজন, হোম ডেলিভারী সার্ভিস, ক্যাটারিং সার্ভিস সুবিধাও রয়েছে। তবে এখানে বুফের কোনো ব্যবস্থা নেই।
ঠিকানা ও যোগাযোগ:
প্লট – ১৩, রোড – ২, সেক্টর – ৩, উত্তরা, ঢাকা – ১২৩০।
ফোন: ৮৯৫৮২২৯
লোকেশন
-
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন মেইন রোড দিয়ে টঙ্গী যাওয়ার পথে ৫০০ গজ সামনে সড়কের বাম পাশে ভবনের নিচতলায় এই চাইনীজ রেষ্টুরেন্টটি অবস্থিত।
View Restaurant of Uttara area in a larger map
পার্টি আয়োজন:
এখানে একসাথে ৫০০ জন লোকের পার্টি আয়োজনের ব্যবস্থা রয়েছে। পার্টিতে রেগুলার মেনুর পাশাপাশি বাংলা খাবারেরও ব্যবস্থা রয়েছে। এছাড়া অর্ডারের ভিত্তিতে বুফেরও ব্যবস্থা করা হয়। পার্টি আয়োজনের জন্য অতিরিক্ত কোনো ফ্লোর চার্জ পরিশোধ করতে হয় না। পার্টির জন্য ২ রকমের চাইনীজ মেনু, ২ রকমের থাই মেনু, ৪ রকমের ইন্ডিয়ান মেনু, ৩ রকমের বাংলাদেশী মেনু এবং ২ রকমের হলুদ সন্ধ্যা মেনু আছে। মেনুগুলোর বিস্তারিত মেনু চার্টে দেখুন। সকল খাবারের মূল্যের সাথে ১৫% ভ্যাট যুক্ত হবে।
ফিক্সড লাঞ্চ/ডিনার বক্স:
এখানে ফিক্সড লাঞ্চ ও ডিনার বক্সের ব্যবস্থা রয়েছে।
বক্স- ‘এ’
|
ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন-২পিস, চিকেন/বিফ ভেজিটেবল
|
মূল্য= ২২০ টাকা
|
বক্স- ‘বি’
|
চাইনীজ ফ্রাইড রাইস, থাই ফ্রাইড চিকেন-২পিস, চিকেন/বিফ/প্রন মাসালা, মিক্সড ভেজিটেবল
|
মূল্য= ২৯০ টাকা
|
বক্স- ‘সি’
|
থাই ফ্রাইড রাইস, থাই ফ্রাইড চিকেন-২পিস, চিকেন/বিফ চিলি অনিয়ন, থাই স্টাইল ভেজিটেবল
|
মূল্য= ৩৪০ টাকা
|
বক্স- ‘ডি’
|
নান/ভেজিটেবল পোলাও, চিকেন টিক্কা-২পিস, ইন্ডিয়ান ভেজিটেবল
|
মূল্য= ৩২০ টাকা
|
* সকল ক্ষেত্রে ১৫% ভ্যাট প্রযোজ্য।
হোম ডেলিভারী সার্ভিস:
উত্তরা এলাকার অভ্যন্তরে হোম ডেলিভারী সার্ভিস প্রদান করা হয়। এর জন্য আলাদা কোনো সার্ভিস চার্জ পরিশোধ করতে হয় না। বেশি পরিমাণে অর্ডার হলে ঢাকার যেকোনো স্থানে হোম ডেলিভারী সার্ভিস প্রদান করা হয়। এর জন্যও আলাদা ডেলিভারী চার্জ পরিশোধ করতে হয় না।
ক্যাটারিং সার্ভিস:
রেষ্টুরেন্টের বাইরে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং সার্ভিস ব্যবস্থা রয়েছে।
বিল পরিশোধ;
এই রেষ্টুরেন্টের যাবতীয় বিল ক্যাশের পাশাপাশি ভিসা, মাস্টার ও আমেরিকান এক্সপ্রেস কার্ডের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা রয়েছে।
খোলা-বন্ধের সময়সূচী:
প্রতিদিন সকাল ১১:০০ টা থেকে রাত ১০:৩০ পর্যন্ত খোলা থাকে।
গাড়ি পার্কিং:
রেষ্টুরেন্টের নিজস্ব তত্ত্বাবধানে এক সাথে ২০ টি গাড়ি পার্ক করা যায়।
আপডেটের তারিখঃ ৫ মে, ২০১৩