বর্তমানে ১২৮ কেবিপিএস বা এর বেশি গতির ইন্টারনেটকে ব্রডব্যান্ড ইন্টারনেট হিসেবে চিহ্নিত করা হয়। বিটিসিএল ২ এমবিপিএস পর্যন্ত গতির ইন্টারনেট সংযোগ দিচ্ছে পুরনো কপার তারের মাধ্যমেই, যা সাধারণ ডায়ালআপ ইন্টারনেটের ৩৫ গুণ। বাসার ল্যান্ডফোনের তারের মাধ্যমেই ব্রডব্যান্ড সংযোগ নেওয়া সম্ভব।
এডিএসএল
একই সাথে টেলিফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের কাজটি করা যায়। আর ডায়ালআপ সংযোগের মত ডায়াল করে ইন্টারনেটে যুক্ত হতে হয় না, ফলে প্রতিবার ইন্টারনেটে সংযুক্ত হতে গিয়ে টেলিফোন কলের টাকাও গুণতে হয় না। কম্পিউটার এবং মডেম চালু করে সরাসরি ইন্টারনেটে যুক্ত হওয়া যায়, আর কিছূ করার প্রয়োজন হয় না। ফলে ব্যবহারকারীর ঝামেলা একটু কমে যাচ্ছে বলা যায়।
এডিএসএল ইন্টারনেটের আরেকটি দিক হচ্ছে এক্ষেত্রে ডাউনলোড আর আপলোড এর গতি সমান নয়। ধরে নেয়া হয় গ্রাহক সাধারণত ইন্টারনেটে বিভিন্ন ওয়েব সাইট দেখেন, প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করেন আর ফাইল অনত্র পাঠানো কিংবা আপলোডের কাজ কম করেন। তাই ডাউনলোডের জন্য বেশি ব্যান্ডউইথ বরাদ্দ থাকে এখানে। আর এ কারণেই একে অপ্রতিসম বলা হচ্ছে।
সংযোগ নেয়া
গ্রাহক এডিএসএল ইন্টারনেট সংযোগ নিতে চাইলে তার টেলিফোন লাইনটি ইন্টারনেট সংযোগ দিতে সক্ষম কিনা সেটা প্রথমে যাচাই করতে হয়। ঢাকা এবং চট্টগ্রাম ছাড়াও দেশের অনেক জেলা ও উপজেলা সদরে এখন এডিএসএল ইন্টারনেট পৌঁছে গেছে। সর্বশেষ টেলিফোন বিলের ফটোকপি এবং নির্ধারিত ফরমে ছবি সহ আবেদন করতে হয়। কাগজে কলমে যিনি সংযোগ নিয়েছেন তাকেই আবেদন করতে হয়। সাত কর্মদিবসের মধ্যে সংযোগ দেয়া হয়। প্রথমে এক্সচেঞ্জ থেকে দেখা হয় ঐ টেলিফোন লাইনে সংযোগ দেয়া সম্ভব কিনা। কারণ এক্সচেঞ্জ থেকে বেশি দূরে হলে অনেক সময় এ ডি এস এল সংযোগ দেয়া সম্ভব হয় না। বিটিসিএল এর মডেম কিনলে একজন টেকনিশিয়ান গিয়ে সেটি ইনস্টল করে দেয়। আর মডেমের সাথে একটি ব্যবহারবিধিও দেয়া হয়। অবশ্য বাইরে থেকে মডেম কিনলেও নির্ধারিত ফি এর বিনিময়ে সেটা ইনস্টল করিয়ে নেয়া যায়।
ঢাকার কভারেজ এলাকাসমূহ:
ঢাকা ক্যান্টনমেন্ট, চকবাজার, গাজীপুর, গুলশান, সালনা নগর, উত্তরা, মগবাজার, সায়দাবাদ, সাভার, বাবুবাজার, বনশ্রী, ডেমরা, গোরান, গেন্ডারিয়া, মুগদাপাড়া।
কম্পিউটারে মডেম সংযুক্তকরণ:
অনেক এ ডি এস এল মডেম কম্পিউটারের ইন্টারনেট পোর্টের আর জে ৪৫ সকেটের মাধ্যমে যুক্ত করতে হয় আর অনেক মডেম ইউএসবি পোর্টের মাধ্যমে যুক্ত করতে হয়। তবে কিছু মডেমে আর জে ৪৫ সকেট এবং ইউএসবি পোর্ট দু’ধরনের সংযোগের ব্যবস্থাই থাকে। আর ইনস্টলেশন সফটওয়্যার মডেমের সাথেই সরবরাহ করা হয়।
সংযোগ পরিবর্তন
একটি ফোন নম্বরের বিপরীতে ইন্টারনেট সংযোগ দেয়া হয় বলে যে নম্বরে সংযোগ নেয়া হয়েছে। সে নম্বর থেকেই ইন্টারনেট ব্যবহার করতে হয়। বাড়ি বা অফিস বদল করার ফলে যদি টেলিফোন নম্বর পরিবর্তন হয় তবে সেই এক্সচেঞ্জের প্রাপ্যতা সাপেক্ষে ইন্টারনেট সংযোগটি নতুন নম্বরে নেয়া যেতে পারে।
এ ডি এস এল সংযোগ নেবার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার:
প্রসেসরের গতি অন্তত ২০০ মে.হা., RAM ২৫৬ মে.বা. এবং হার্ডডিস্কে ১২৫ মে.বা খালি জায়গা দরকার। আর অন্তত উইন্ডোজ এক্সপি বা এর পরে রিলিজ হওয়া অপারেটিং সিস্টেম থাকতে হবে।
বিল প্রদান
প্রি পেইডের ক্ষেত্রে নির্দিষ্ট প্যাকেজের জন্য আগে থেকে টাকা দিতে হয় আর পোস্ট পেইডের ক্ষেত্রে মাস শেষে টেলিফোন বিলের মত বিল পাওয়ার পর অর্ধ পরিশোধ করতে হয়।
প্যাকেজ পরিবর্তন:
কোন নির্দিষ্ট প্যাকেজ থেকে উচ্চ গতির অন্য প্যাকেজে পরিবর্তন করা যায়। প্রিপেইড প্যাকেজের ক্ষেত্রে মেয়াদকাল শেষ হওয়া পর্যন্ত করতে হয়। আর পোস্ট পেইড প্যাকেজের ক্ষেত্রে মাস শেষে প্যাকেজ পরিবর্তন করা যায়। এসব ক্ষেত্রে নতুন কোন যন্ত্রাংশের প্রয়োজন নেই।
একটি লাইন থেকে একাধিক কম্পিউটারে সংযোগ দেয়া
স্থানীয় নেটওয়ার্ক বা LAN স্থাপনের মাধ্যমে একাধিক কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেয়া যায়। আর মডেমেও একাধিক কম্পিউটারে সংযোগ দেয়ার ব্যবস্থা থাকে। বলাবাহুল্য এক্ষেত্রে প্রত্যেক ব্যবহারকারীর মাঝে গতি ভাগ হয়ে যায়।
মডেম কেনা
বিটিসিএল এর মডেম কেনা যেতে পারে। দাম ২৫০০ থেকে ৩৬০০ টাকা। ২৫০০ টাকায় যে মডেমটি পাওয়া যায় তার সাহায্যে সর্বোচ্চ দু’টি কম্পিউটারকে যুক্ত করা সম্ভব। আর ৩৬০০ টাকার মডেমের সাহায্যে চারটি কম্পিউটারকে যুক্ত করা সম্ভব। মডেম বাইরে থেকে কেনাতেও আপত্তি নেই বিটিসিএল-এর।
গ্রাহক সেবা
সপ্তাহের সাত দিন এবং ২৪ ঘন্টা গ্রাহক সেবা দেয়া হয়।
যোগাযোগ:
ই এম ই এম সিস্টেমস লিমিটেড,
বাড়ি: ৩ (৭ তলা), সড়ক, ৭, ব্লক, এফ, বনানী, ঢাকা- ১২১৩।
ঠেলিফোন: ৮৮১০৪০৮, ৯৮৯৭৫০১,
ই-মেইল: [email protected]
ওয়েব সাইট: http://www.bcube.net.bd
বিভিন্ন প্যাকেজের মূল্য:
[ক] আয়তন ভিত্তিক (ভিলউম বেজড এবং পোস্ট পেইড)
প্যাকেজ
|
গতি কেবিপিএস
|
মাসিক মাশুল (টাকা)
|
মাসিক সীমা
|
সীমা অতিক্রম করলে
|
রেজিষ্ট্রশন
|
সেটআপ চার্জ
|
BCube সুপারসেভার
|
সর্বোচ্চ ১২৮
|
৩০০
|
২ GB
|
টা..০.০০০১/KB
|
১০০ টাকা
|
৩০০ টাকা
|
BCube স্ট্যান্ডার্ড
|
সর্বোচ্চ ২৫৬
|
৫০০
|
৫ GB
|
টা..০.০০০১/KB
|
BCube প্রিমিয়াম
|
সর্বোচ্চ ৫১২
|
১০০০
|
১২ GB
|
টা.. ০.০০০১/KB
|
Bcube এক্সপ্রেস
|
সর্বোচ্চ ১০২৪
|
১৮০০
|
২৫ GB
|
টা.. ০.০০০১/KB
|
১৫% ভ্যাট প্রযোজ্য
[খ] আনলিমিটেড, পোস্ট পেইড (সবসময় চালু)
প্যাকেজ
|
গতি কেবিপিএস
|
ডাটা সীমা
|
মাসিক চার্জ, টাকা
|
রেজিষ্ট্রশন
|
সেটআপ চার্জ
|
BCube
ইনফিনিটি ১২৮
|
সর্বোচ্চ ১২৮
|
আনলিমিটেড
|
৫০০
|
১০০ টাকা
|
৩০০ টাকা
|
BCube ইনফিনিটি -২৫৬
|
সর্বোচ্চ ২৫৬
|
আনলিমিটেড
|
৯০০
|
BCube ইনফিনিটি -৫১২
|
সর্বোচ্চ ৫১২
|
আনলিমিটেড
|
১৫০০
|
BCube ইনফিনিটি -১০০০
|
সর্বোচ্চ ১০২৪
|
আনলিমিটেড
|
২,২০০
|
১৫% ভ্যাট প্রযোজ্য.
[গ] দিবাকালীন, প্রি পেইড (সকাল ৮ টা থেকে রাত ৮ টা)
প্যাকেজ
|
গতি কেবিপিএস
|
ডাটা সীমা
|
সময়সীমা
|
প্যাকেজ মূল্য টাকায়
|
রেজিষ্ট্রশন
|
সেটআপ চার্জ
|
DayBCube-128
|
সর্বোচ্চ ১২৮
|
আনলিমিটেড
|
তিন মাস
|
১,৭২৫
|
১০০ টাকা
|
৩০০ টাকা
|
DayBCube-256
|
সর্বোচ্চ ২৫৬
|
আনলিমিটেড
|
তিন মাস
|
২,৫৫৩
|
DayBCube-512
|
সর্বোচ্চ ৫১২
|
আনলিমিটেড
|
তিন মাস
|
৪,৪৮৫
|
DayBCube-1000
|
সর্বোচ্চ ১০২৪
|
আনলিমিটেড
|
তিন মাস
|
৬,৯০০
|
[ঘ] রাত্রিকালীন, প্রি পেইড (রাত ৮টা থেকে সকাল ৮টা)
প্যাকেজ
|
গতি কেবিপিএস
|
ডাটা সীমা
|
সময়সীমা
|
প্যাকেজ মূল্য টাকায়
|
রেজিষ্ট্রশন
|
সেটআপ চার্জ
|
NightBCube-512
|
সর্বোচ্চ ৫১২
|
আনলিমিটেড
|
তিন মাস
|
২,৪১৫
|
১০০ টাকা
|
৩০০ টাকা
|
NightBCube-1000
|
সর্বোচ্চ ১০০০
|
আনলিমিটেড
|
তিন মাস
|
৩,৪৫০
|
NightBCube-2000
|
সর্বোচ্চ ২০০০
|
আনলিমিটেড
|
তিন মাস
|
৫,৫২০
|