এই মার্কেটে বিভিন্ন ধরনের প্রিন্টিং এর কাজ করা হয়ে থাকে। যেমন- কার্ড ছাপানো, বই ছাপানো, বিয়ের কার্ড ছাপানো, লিফলেট ছাপানো, প্লাষ্টিক কার্ড ও প্লাষ্টিক ব্যানার এবং বিভিন্ন গ্রাফিক্স ও ডিজাইনের কার্ড এবং বিভিন্ন প্রতিষ্ঠানের চালান পত্র ও ক্যাশ মেমো ছাপানো হয়ে থাকে।
অবস্থান
ফকিরাপুল পানির ট্যাংকির পথে অবস্থিত। এখানে গাড়ি ও রিকশার মাধ্যামে যাতায়াত করা যায়।
দোকান সংখ্যা
এখানে দোকানের সংখ্যা প্রায় ১০০ টি।
ভিজিটিং কার্ড ছাপানো
ক) চার কালার ভিজিটিং কার্ড প্রিন্টিং করতে প্রতি হাজারে ৩০০ থেকে ৪০০ টাকা।
খ) বিভিন্ন কার্ডের নাম- Ambos Card, Mat Card, Glossy Care.
গ) সাধারণত কার্ডের ডেলিভারী ৪ থেকে ৫ দিনের মধ্যে দেওয়া হয়ে থাকে।
বই ছাপানো
ক) সাধারণত ৫,০০০ পিস এর কম বই ছাপানো হয় না।
খ) বই ছাপানোর খরচ নির্ভর করে বইয়ের কাগজ, আকার, পরিমাণ, ওজন এবং কালার এর উপর নির্ভর করে থাকে।
গ) সাধারণত বই ছাপানোর অর্ডার দেওয়ার ১০ থেকে ১৫ দিনের মধ্যে ডেলিভারী দেওয়া হয়ে থাকে।
ঘ) কয়েকটি বই ছাপানোর দোকানের নাম ও ঠিকানা-
রফিকের বর্ণমালা
১৮২, ফকিরাপুল, পানির ট্যাংকির গলি, মতিঝিল, ঢাকা।
ফোন- ৭১৯১৫৩৮।
অনামিকা প্রিন্টার্স
১৭৩/২, ফকিরাপুল, ঢাকা- ১০০০।
মোবাইল- ০১৮১৭-১৪৩৯৯৬।
জননী প্রিন্টার্স
১৮০, ফকিরাপুল পানির ট্যাংকির গলি, মতিঝিল, ঢাকা- ১০০০।
ফোন- ৯৩৫৯৭২৯।
পোষ্টার ছাপানো
ক) এখানে অন্তত ১০০০ পোষ্টারের অর্ডার দিতে হয়।
খ) সাদা কালো পোষ্টার ছাপানোর দাম বিভিন্ন প্রকার হয়ে থাকে। ছবিযুক্ত পোষ্টার, ছবি ছাড়া পোষ্টার, পোষ্টারের সাইজ, কাগজের উপর মূল্য নির্ধারন হয়ে থাকে। সাধারণত প্রতি পিছ সাদা কালো পোষ্টার ২ টাকা করে ছাপানো হয়।
গ) রঙ্গীন পোষ্টার ছাপানোর খরচ সাধারণত পোষ্টারের সাইজ, কাগজের ওজন এবং কালারের প্রকারভেদ এর উপর নির্ভর করে নির্ধারিত হয়ে থাকে। তবে রঙ্গীন পোষ্টারের খরচ পড়ে প্রতি পিছ ৩ থেকে ৫ টাকা করে।
ঘ) কুরিয়ার বা ডাকযোগে ক্রেতার ঠিকানায় পোষ্টার পৌছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে পোষ্টার এর পরিমান বেশি হলে কুরিয়ার এর চার্জ মূল মূল্যের সাথে প্রদান করতে হয়।
ঙ) পোষ্টার তৈরীর জন্য ক্রেতা কাগজ আনার প্রয়োজন পড়ে না। তবে ক্রেতা কাগজ দিলেও পোষ্টার ছাপিয়ে দেওয়া হয়।
লিফলেট ও হ্যান্ডবিল ছাপানো
এখানে লিফলেট ও হ্যান্ডবিল ছাপানোর কাজ করা হয়ে থাকে। লিফলেট ছাপানোর ব্যয় নির্ধারিত হয় সাধারণত লিফলেট এর কালার, কাগজের সাইজ, ও ওজনের উপর। এই লিফলেট ছাপানোর সাধারণত প্রতি পিছ খরচ ৭০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত হয়ে থাকে।
বিয়ের কার্ড ছাপানো
বিয়ের কার্ড ছাপানোর ব্যয় সমূহ সাধারণত কার্ডভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। সাধারণত এটা কার্ডের কাগজ, ডিজাইন, কালার এবং লেখার উপর এর দাম নির্ধারিত হয়ে থাকে। এটার খরচ সাধারণত ২০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
প্লাষ্টিক সাইন তৈরী
এখানে প্লাষ্টিক সাইন তৈরীর কাজ ও করা হয়ে থাকে। তবে এসব কাগজের জন্য ব্যয় সাধরাণত নির্ধারিত হয় সাইন তৈরীর সাইজ, কালার ও গ্রাফিক্স এবং ডিজাইনের উপর।
কয়েকটি প্লাষ্টিক সাইন তৈরীর দোকানের নাম-
ক) প্রিন্টওয়ে
১৭১, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা- ১,০০০।
মোবাইল- ০১৮২২-৮২২২০৮।
খ) জামাল প্রিন্টিং এন্ড বাইন্ডিং
১০৬, ফকিরাপুল পানির ট্যাংকির গলি, ঢাকা- ১০০০।
ফোন- ৯৩৩১৪১৬।
ষ্টিকার ছাপানো
এখানে ষ্টিকার ছাপানোর কাজ করা হয়ে থাকে। এটার খরচ ও ষ্টিকার এর ধরনের উপর নির্ভর করে নির্ধারিত হয়ে থাকে। কয়েকটি ষ্টিকার ছাপানোর দোকানের নাম-
ক) জামাল প্রিন্টিং এন্ড বাইন্ডিং,
১০৬, ফকিরাপুল পানির ট্যাংকির গলি, ঢাকা- ১০০০।
ফোন- ৯৩৩১৪১৬।
খ) মিডিয়া গ্রাফিক্স এন্ড প্রিন্টিং
১৬৭/৯, ফকিরাপুল পানি ট্যাংকির গলি, ঢাকা-১০০০।
ফোন- ৭১৯৫৩৬২।
অন্যান্য
প্রিন্টিং এর বিভিন্ন খুচরা যন্ত্রপাতি কালি, কার্টিজ, কাগজ, ইত্যাদি পাওয়া যায় এমন দুটো দোকানের নাম-
ক) মেসার্স এলাহী ট্রেডার্স
১১৯/৩, ফকিরাপুল পানির ট্যাংকির গলি, ঢাকা- ১০০০।
ফোন- ৯৩৩৫৩৭৬।
খ) দেশ অফসেট
১২০/১, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা- ১০০০।
মোবাইল- ০১৭১৭-৬৮৮৬০৪।
খোলা-বন্ধের সময়সূচী
শুক্রবার বাদে এই মার্কেট প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে।