গুলশান নর্দ্দা বাস স্ট্যান্ডের পূর্ব পার্শ্বে এই কাঁচা বাজারটি অবস্থিত। সপ্তাহের ০৭ (সাত) দিনই সকাল ৬.০০ টা থেকে রাত ১২.০০ টা পর্যন্ত বাজারটি সকলের জন্য খোলা থাকে। এই কাঁচা বাজারের ফ্লোরটি আধা পাকা।
বিভিন্ন পণ্যের দোকান ও সংখ্যা
-
তরকারীর দোকান ৮০ টি।
-
মাছের দোকান ৫০ টি।
-
গরুর মাংসের দোকান ১২ টি।
-
মুরগীর দোকান ২৫ টি।
-
ছাগলের মাংসের দোকান ০৫ টি।
-
মাছের শুটকির দোকান ১০ টি।
-
মুদির দোকান ৫০ টি।
-
চাউলের দোকান ৫০ টি।
-
ক্রোকারীজের দোকান ১৫ টি।
-
ঘি/তৈলের দোকান ২০ টি।
বিশেষ ধরনের সবজি
-
প্রায় সকল ধরনের সিজনাল ও আন সিজনাল শাকসবজি এই কাঁচা বাজারে পাওয়া যায়।
মাছের বাজার
এখানে সকাল থেকে রাত পর্যন্ত মাছ বিক্রি হয়। সাধারণত সকালের দিকে বড় মাছ ওঠে। কাঁটা মাছ, মাছের মাথা কিংবা মাছের ডিম আলাদা ভাবে বিক্রি হয়।
মাংশের বাজার
এখানে গরুর মাংশের পাশাপাশি আলাদাভাবে গরুর মাথা, পা, ফুসফুস, কলিজা, খিরি, মগজ, জিহ্বা এবং ভূড়ি পাওয়া যায়।
মুরগীর বাজার
এই বাজারে দেশী মুরগী ছাড়াও বিদেশী ব্রয়লার ও লেয়ার মুরগী পাওয়া যায়। মুরগীর জাত ও ওজনের ওপর ভিত্তি করে মুরগীর মূল্য নির্ভর করে থাকে। এছাড়া আলাদাভাবে গিলা-কলিজা, পা-পাখনা-চামড়া প্রভৃতি পাওয়া যায় এবং মুরগী কাটার ব্যবস্থা রয়েছে।
বিবিধ
-
এখানে পাতি হাঁস, কবুতর পাওয়া যায়।
-
এখানে চ্যাপা, লইট্যা, কাঁচকি, লোনা ইলিশ, ভেটকি, লাক্ষা, বাইন প্রভৃতি মাছের শুটকি পাওয়া যায়।
গাড়ী পার্কিং ব্যবস্থা
-
বাজারের নিজস্ব পার্কিং ব্যবস্থা নেই।
-
তবে সামনের রাস্তায় এবং ফুটপাতে ০২ টি গাড়ী পার্কিং করা যায়।
আপডেটের তারিখ- ২৬ এপ্রিল ২০১৩